আকাশ বিনোদন ডেস্ক :
প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ প্রসঙ্গে স্নিগ্ধা চৌধুরী বলেন, ‘শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ শুরুর পর থেকেই ফটোশুটের মাধ্যমে সবাই গ্ল্যামার লুকে দেখেছেন। তাই মিউজিক ভিডিওতে যখন প্রস্তাব পাই, তখন গল্প এবং তাহসান ভাই- সবমিলিয়ে মনে হচ্ছে কাজটি করা যায়। দুটি বিষয় মিলিয়ে মনে হয়েছে, কাজটির মাধ্যমে নতুনত্ব তৈরি করতে পারব।’
সিগ্ধা আরও বলেন, ‘গানটির ভিডিওতে আমাকে একদম বিভিন্ন ভাবে দেখবেন সবাই। আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এমন মিউজিক ভিডিও বাংলাদেশ খুব কম নির্মাণ হয়েছে। নির্মাতা শাহরিয়ার পলক ভাই ও তার পুরো টিম খুবই সাপোর্টিভ ছিল। যে কারণে কাজটি করার সময় এনজয় করেছি। গায়ক-অভিনেতা তাহসান ভাই কেমন সেটা সবাই জানেন। কিন্তু মানুষ হিসেবে আর কো-আর্টিস্ট দারুণ ছিল তাহসান ভাইয়া। সবমিলিয়ে প্রথম মিউজিক ভিডিওতে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত ছিল আমার জন্য।’
অভিনেতা ও গায়ক তাহসান রহমান খান জানান, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ‘সেই তুমি কে’ গানটির ভিডিও ইউটিউবসহ বিভিন্ন সংগীত অ্যাপে প্রকাশ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 






















