অাকাশ জাতীয় ডেস্ক:
পটুয়াখালীর বাউফল উপজেলায় মঈন খান নয়ন নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে। শনিবার ভোর ৪টার দিকে নিজ ঘরে ওই স্কুল ছাত্রকে হত্যা করা হয়। নিহত মঈন খান নয়ন উপজেলার কেশবপুর গ্রামের মোসলেম উদ্দিন খানের ছেলে। সে কেশবপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
বাউফল থানার ওসি আযম খান ফারুকি জানান, শনিবার ভোরে ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যার ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























