অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর তানোর উপজেলায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম লাইলী বেগম (৪৫)। তিনি উপজেলার একই বাঁধাইড় ইউনিয়নের বড়ইলগ্রামের শরীফ উদ্দীনের স্ত্রী।
এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বক্স পুলিশ জানায়, শনিবার ভোররাতে লাইলী বেগম ঘুমিয়েছিলেন। এ সময় বিষধর একটি সাপ তাকে কামড়ায়। পরে পরিবারের সদস্যরা তাকে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাইলীকে মৃত ঘোষণা করেন।
তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























