ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

‘ওপেন রামদা মিছিল করতে কইয়া দিছি, যে সামনে পড়বে হ্যারেই কোপাইবে’

আকাশ জাতীয় ডেস্ক:

‘ওরা মারামারি করলে কিন্তু আমাগো লোকজনরে কইয়া দিছি রামদা লইয়া ওপেন মিছিল করতে। কামাল খানরে শুদ্দা কোপাইতে কইছি। ফাইজলামী করলে কিন্তু কামাল খান (পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) কোপ খাইবে। আপনে কইয়া দেন যে সিদ্ধান্ত হইছে- মেয়র সামনে পড়লে মেয়রকেও কোপাইবো। যে সামনে পড়বে হ্যারেই কোপাইবে কেমন!

কথাগুলো অ্যাকশনধর্মী সিনেমার ডায়লগ মনে হলেও আসলে এই কথপোকথন বরিশাল-৪ (হিজলা- মেহেন্দিগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পংকজ নাথের। মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামানের সাথে মুঠোফোনে সাংসদ পংকজ নাথের এমন কথপোকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে তোলপাড় চলছে স্থানীয় আওয়ামী লীগে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছেন সাংসদ পংকজের দলীয় প্রতিপক্ষ। তবে বিষয়টি দলীয় প্রতিপক্ষের সাঁজানো নাটক বলে দাবি করেছেন পংকজ নাথ।

মঙ্গলবার ১ মিনিট ১ সেকেন্ডের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তে কল রেকর্ডটি ভাইরাল হয়ে যায়। কথপোকথনের একপ্রান্তে এমপি পংকজ নাথের কণ্ঠ এবং অপরপাশে মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামানের। এমপি পংকজের কণ্ঠে বলা হয়েছে- ‘হ্যালো হোয়াটসআপ আছে। ভালো আছেন না?’

পরিদর্শক বলেন, ‘স্যার, স্যার।’ এমপি জানতে চান কোথায় আছেন। পরিদর্শক বলেন, ‘পৌরসভার সামনে আছি স্যার।’ এবার এমপি বলেন, ‘ওইখানে মারামারি ওই হালায় তো খারাপ। যা হইছে হইছে। ওরা মারামারি করলে কিন্তু আমাগো লোকজনরে কইয়া দিছি রামদা লইয়া ওপেন মিছিল করতে। কামাল খানরে শুদ্দা কোপাইতে কইছি। ফাইজলামি করলে কিন্তু কামাল খান কোপ খাইবে, কইছ কেমন!

এ সময় পরিদর্শক বলেন, ‘আচ্ছা স্যার।’ এমপি বলেন, ‘আপনে কইয়া দেন যে সিদ্ধান্ত হইছে- মেয়র সামনে পড়লে মেয়রকেও কোপাইবো। যে সামনে পড়বে হ্যারেই কোপাইবে কেমন !’ এ সময় পরিদর্শক বলেন, ‘আচ্ছা স্যার, দেখি স্যার।’

কথপোকথনের এই পর্যায়ে এমপির কণ্ঠে শোনা যায়, ‘ওসি কই ওসি কই।’ পরিদর্শক বলেন, ‘ওসি স্যারে বরিশাল আছে স্যার।’ এ সময় এমপি বলেন, ‘ঠিক আছে যেডায় কোপ খাইছে হেডায় তো খারাপ। নেশাখোর। অ্যাডিকটেড তাই না ? এ নিয়ে যেন মাতবারি না করে, বাড়াবাড়ি না করে। আমি পোলাপানরে রেডি হইতে কইছি। তোরা রেডি হ। যা আছে কপালে। যুদ্ধ হইয়া যাউক একটা। কেমন, ঠিকআছে’- এই বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন এমপি।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিন খান মুঠোফানে বলেন, ওই কথা এমপি বলেছেন। এটা এমপি’র কণ্ঠ বলে নিশ্চিত হয়েছি।

কেন কোপানোর হুমকি দেয়া হলো জানতে চাইলে কামল খান বলেন, ‘হ্যায়তো আওয়ামী লীগের কারোরে চোখে দেখতে পারে না। আমি আওয়ামী লীগ করি এইডাই আমার দোষ।’ বিষয়টি আওয়ামী লীগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান পৌর মেয়র কামাল উদ্দিন খান।

এ বিষয়ে বক্তব্য জানতে মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মে. তৌহিদুজ্জামানের ব্যক্তিগত এবং সরকারী মুঠোফোন নম্বরে ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

একজন সাংসদ পুলিশ কর্মকর্তার সাথে এ ধরনের কথা বলতে পারেন কিনা জানতে চাইলে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এটা তো অনেক হাই প্রোফাইল কথা। এই প্রশ্নের উত্তর কি আমি দিতে পারি। মুঠোফোনে এমপির বক্তব্য সারা দেশে ভাইরাল হয়েছে। কিভাবে হয়েছে তা আমাদের জানা নেই।

এমপি’র ফোনালাপ একজন পুলিশ পরিদর্শক রেকর্ড করতে পারে কিনা কিংবা সেই বক্তব্য সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল করতে পারেন কিনা জানতে চাইলে ওসি শফিকুল ইসলাম বলেন, আমি পরিদর্শকের (তদন্ত) কাছে বিষয়টি জানতে চেয়েছিলাম। তিনি (তৌহিদ) বলেছেন, তার মুঠোফোনে ফোন কল রেকর্ড করার অ্যাপস-ই নেই। কিভাবে ফোন কল রেকর্ড হলো আর কিভাবে সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ব্যাপারে কিছুই বলতে পারছে না পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেয়ার কথা বলেন ওসি।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বুধবার সকালে মুঠোফোনে এমপি পংকজ নাথ বলেন, কার ফোন দিয়ে কোথায় কথা হয়েছে বিষয়টি স্পষ্ট নয়। তিনি বলেন, মেহেন্দিগঞ্জ পৌরসভা সন্ত্রাস আর মাদকের আখড়ায় পরিণত হয়েছে। সেখানে ওপেন মাদক বেঁচাকেনা হয়। পৌর মেয়রসহ অন্যরা মাদক ও সন্ত্রাসে লিপ্ত। থানার ওসি ওই আখড়া থেকে ভাগ খায়। এর প্রতিবাদ করায় দলীয় প্রতিপক্ষ পরিকল্পিকতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা তাদের সাঁজানো নাটক বলে দাবি করেন এমপি পংকজ নাথ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

‘ওপেন রামদা মিছিল করতে কইয়া দিছি, যে সামনে পড়বে হ্যারেই কোপাইবে’

আপডেট সময় ০১:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:

‘ওরা মারামারি করলে কিন্তু আমাগো লোকজনরে কইয়া দিছি রামদা লইয়া ওপেন মিছিল করতে। কামাল খানরে শুদ্দা কোপাইতে কইছি। ফাইজলামী করলে কিন্তু কামাল খান (পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) কোপ খাইবে। আপনে কইয়া দেন যে সিদ্ধান্ত হইছে- মেয়র সামনে পড়লে মেয়রকেও কোপাইবো। যে সামনে পড়বে হ্যারেই কোপাইবে কেমন!

কথাগুলো অ্যাকশনধর্মী সিনেমার ডায়লগ মনে হলেও আসলে এই কথপোকথন বরিশাল-৪ (হিজলা- মেহেন্দিগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পংকজ নাথের। মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামানের সাথে মুঠোফোনে সাংসদ পংকজ নাথের এমন কথপোকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে তোলপাড় চলছে স্থানীয় আওয়ামী লীগে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছেন সাংসদ পংকজের দলীয় প্রতিপক্ষ। তবে বিষয়টি দলীয় প্রতিপক্ষের সাঁজানো নাটক বলে দাবি করেছেন পংকজ নাথ।

মঙ্গলবার ১ মিনিট ১ সেকেন্ডের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তে কল রেকর্ডটি ভাইরাল হয়ে যায়। কথপোকথনের একপ্রান্তে এমপি পংকজ নাথের কণ্ঠ এবং অপরপাশে মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামানের। এমপি পংকজের কণ্ঠে বলা হয়েছে- ‘হ্যালো হোয়াটসআপ আছে। ভালো আছেন না?’

পরিদর্শক বলেন, ‘স্যার, স্যার।’ এমপি জানতে চান কোথায় আছেন। পরিদর্শক বলেন, ‘পৌরসভার সামনে আছি স্যার।’ এবার এমপি বলেন, ‘ওইখানে মারামারি ওই হালায় তো খারাপ। যা হইছে হইছে। ওরা মারামারি করলে কিন্তু আমাগো লোকজনরে কইয়া দিছি রামদা লইয়া ওপেন মিছিল করতে। কামাল খানরে শুদ্দা কোপাইতে কইছি। ফাইজলামি করলে কিন্তু কামাল খান কোপ খাইবে, কইছ কেমন!

এ সময় পরিদর্শক বলেন, ‘আচ্ছা স্যার।’ এমপি বলেন, ‘আপনে কইয়া দেন যে সিদ্ধান্ত হইছে- মেয়র সামনে পড়লে মেয়রকেও কোপাইবো। যে সামনে পড়বে হ্যারেই কোপাইবে কেমন !’ এ সময় পরিদর্শক বলেন, ‘আচ্ছা স্যার, দেখি স্যার।’

কথপোকথনের এই পর্যায়ে এমপির কণ্ঠে শোনা যায়, ‘ওসি কই ওসি কই।’ পরিদর্শক বলেন, ‘ওসি স্যারে বরিশাল আছে স্যার।’ এ সময় এমপি বলেন, ‘ঠিক আছে যেডায় কোপ খাইছে হেডায় তো খারাপ। নেশাখোর। অ্যাডিকটেড তাই না ? এ নিয়ে যেন মাতবারি না করে, বাড়াবাড়ি না করে। আমি পোলাপানরে রেডি হইতে কইছি। তোরা রেডি হ। যা আছে কপালে। যুদ্ধ হইয়া যাউক একটা। কেমন, ঠিকআছে’- এই বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন এমপি।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিন খান মুঠোফানে বলেন, ওই কথা এমপি বলেছেন। এটা এমপি’র কণ্ঠ বলে নিশ্চিত হয়েছি।

কেন কোপানোর হুমকি দেয়া হলো জানতে চাইলে কামল খান বলেন, ‘হ্যায়তো আওয়ামী লীগের কারোরে চোখে দেখতে পারে না। আমি আওয়ামী লীগ করি এইডাই আমার দোষ।’ বিষয়টি আওয়ামী লীগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান পৌর মেয়র কামাল উদ্দিন খান।

এ বিষয়ে বক্তব্য জানতে মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মে. তৌহিদুজ্জামানের ব্যক্তিগত এবং সরকারী মুঠোফোন নম্বরে ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

একজন সাংসদ পুলিশ কর্মকর্তার সাথে এ ধরনের কথা বলতে পারেন কিনা জানতে চাইলে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এটা তো অনেক হাই প্রোফাইল কথা। এই প্রশ্নের উত্তর কি আমি দিতে পারি। মুঠোফোনে এমপির বক্তব্য সারা দেশে ভাইরাল হয়েছে। কিভাবে হয়েছে তা আমাদের জানা নেই।

এমপি’র ফোনালাপ একজন পুলিশ পরিদর্শক রেকর্ড করতে পারে কিনা কিংবা সেই বক্তব্য সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল করতে পারেন কিনা জানতে চাইলে ওসি শফিকুল ইসলাম বলেন, আমি পরিদর্শকের (তদন্ত) কাছে বিষয়টি জানতে চেয়েছিলাম। তিনি (তৌহিদ) বলেছেন, তার মুঠোফোনে ফোন কল রেকর্ড করার অ্যাপস-ই নেই। কিভাবে ফোন কল রেকর্ড হলো আর কিভাবে সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ব্যাপারে কিছুই বলতে পারছে না পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেয়ার কথা বলেন ওসি।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বুধবার সকালে মুঠোফোনে এমপি পংকজ নাথ বলেন, কার ফোন দিয়ে কোথায় কথা হয়েছে বিষয়টি স্পষ্ট নয়। তিনি বলেন, মেহেন্দিগঞ্জ পৌরসভা সন্ত্রাস আর মাদকের আখড়ায় পরিণত হয়েছে। সেখানে ওপেন মাদক বেঁচাকেনা হয়। পৌর মেয়রসহ অন্যরা মাদক ও সন্ত্রাসে লিপ্ত। থানার ওসি ওই আখড়া থেকে ভাগ খায়। এর প্রতিবাদ করায় দলীয় প্রতিপক্ষ পরিকল্পিকতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা তাদের সাঁজানো নাটক বলে দাবি করেন এমপি পংকজ নাথ।