ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

আবাসনে ড্যাপসহ সব সমস্যা সমাধান হবে: বাণিজ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সম্প্রতি বেশ কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে আবাসন খাত। আলোচনার মাধ্যমে রাজউকের প্রস্তাবিত ড্যাপসহ সব সমস্যার সমাধান করা সম্ভব হবে। দেশের আবাসন খাতে কোনো ধাক্কা লাগলে অন্য সব লিংকেজ ব্যবসায়ও এর প্রভাব পড়বে। যাতে সাধারণ মানুষের আবাসনের স্বপ্ন পূরণে বাধাগ্রস্ত হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহিদ উল্লা খন্দকার এবং এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ ন–রী। আরও বক্তব্য দেন রিহ্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ইন্তেখাবুল হামিদ ও সহ-সভাপতি কামাল মাহমুদ।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা উন্নত, অসাম্প্রদায়িক ক্ষুধামুক্ত বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। পরিবেশসহ সব কিছু দেখেই আমাদের এগিয়ে যেতে হবে।

গৃহায়ণ ও গণপূর্ত সচিব বলেন, ড্যাপ নিয়ে ভয়-ভীতির কিছু নেই। এখনো আলোচনার সুযোগ রয়েছে। বস্তি উচ্ছেদ করা হয় না বরং সেখানেও বিল্ডিং করা হয়, যাতে তারা ভালো জীবনযাপন করতে পারে। রিহ্যাবও এগিয়ে আসতে পারে এসব বস্তিগুলোতে নতুন আবাসনের ব্যবস্থা করতে।

এফবিসিসিআই সভাপতি বলেন, এফবিসিসিআইকে ড্যাপের খসড়া দেওয়া হলে সেটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে পারি। দেশের ১০০ ইকোনমিক জোনে শিল্পের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে, সেখানেও রিহ্যাবের কাজ করার সুযোগ রয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান বলেন, আবাসনের বেশির ভাগ পূরণ করছে রিহ্যাব। ব্যবসায়ীদের ক্ষতি হয় এমন কিছু সরকার করবে না। ড্যাপ নিয়ে ৩০০ সভা-সেমিনার হয়েছে। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আমাদের পরিকল্পিত-দূষণমুক্ত একটি শহর চাই। নিয়ম মেনে বিল্ডিং নির্মাণ করুন যাতে পরিকল্পিত নগর সবাই পায়।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি বলেন, ড্যাপ নিয়ে আবাসন ব্যবসায়ীরা অশনিসংকেত ও আতঙ্কিত। আমরা ড্যাপের বিরোধী নয়, তবে এমন কিছু করবেন না যাতে আবাসন ব্যবসা বন্ধ হয়ে যায়। আবাসন খাত সংশ্লিষ্ট ২৬৯ উপ-খাত রয়েছে। এতে ৫০ লাখ মানুষের জীবিকা প্রশ্ন জড়িত। তাই এমন ড্যাপ বাস্তবায়ন করবেন যাতে আমরা স্বাগত জানাতে পারি।

জানা গেছে, এবারের রিহ্যাব আবাসন মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় রয়েছে ২২০টি স্টল। অংশ নিচ্ছে ১৫০টি আবাসন প্রতিষ্ঠান। ১৫টি নির্মাণসামগ্রী এবং ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে। মেলায় প্রবেশ টিকিট মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

আবাসনে ড্যাপসহ সব সমস্যা সমাধান হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৩৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সম্প্রতি বেশ কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে আবাসন খাত। আলোচনার মাধ্যমে রাজউকের প্রস্তাবিত ড্যাপসহ সব সমস্যার সমাধান করা সম্ভব হবে। দেশের আবাসন খাতে কোনো ধাক্কা লাগলে অন্য সব লিংকেজ ব্যবসায়ও এর প্রভাব পড়বে। যাতে সাধারণ মানুষের আবাসনের স্বপ্ন পূরণে বাধাগ্রস্ত হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহিদ উল্লা খন্দকার এবং এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ ন–রী। আরও বক্তব্য দেন রিহ্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ইন্তেখাবুল হামিদ ও সহ-সভাপতি কামাল মাহমুদ।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা উন্নত, অসাম্প্রদায়িক ক্ষুধামুক্ত বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। পরিবেশসহ সব কিছু দেখেই আমাদের এগিয়ে যেতে হবে।

গৃহায়ণ ও গণপূর্ত সচিব বলেন, ড্যাপ নিয়ে ভয়-ভীতির কিছু নেই। এখনো আলোচনার সুযোগ রয়েছে। বস্তি উচ্ছেদ করা হয় না বরং সেখানেও বিল্ডিং করা হয়, যাতে তারা ভালো জীবনযাপন করতে পারে। রিহ্যাবও এগিয়ে আসতে পারে এসব বস্তিগুলোতে নতুন আবাসনের ব্যবস্থা করতে।

এফবিসিসিআই সভাপতি বলেন, এফবিসিসিআইকে ড্যাপের খসড়া দেওয়া হলে সেটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে পারি। দেশের ১০০ ইকোনমিক জোনে শিল্পের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে, সেখানেও রিহ্যাবের কাজ করার সুযোগ রয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান বলেন, আবাসনের বেশির ভাগ পূরণ করছে রিহ্যাব। ব্যবসায়ীদের ক্ষতি হয় এমন কিছু সরকার করবে না। ড্যাপ নিয়ে ৩০০ সভা-সেমিনার হয়েছে। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আমাদের পরিকল্পিত-দূষণমুক্ত একটি শহর চাই। নিয়ম মেনে বিল্ডিং নির্মাণ করুন যাতে পরিকল্পিত নগর সবাই পায়।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি বলেন, ড্যাপ নিয়ে আবাসন ব্যবসায়ীরা অশনিসংকেত ও আতঙ্কিত। আমরা ড্যাপের বিরোধী নয়, তবে এমন কিছু করবেন না যাতে আবাসন ব্যবসা বন্ধ হয়ে যায়। আবাসন খাত সংশ্লিষ্ট ২৬৯ উপ-খাত রয়েছে। এতে ৫০ লাখ মানুষের জীবিকা প্রশ্ন জড়িত। তাই এমন ড্যাপ বাস্তবায়ন করবেন যাতে আমরা স্বাগত জানাতে পারি।

জানা গেছে, এবারের রিহ্যাব আবাসন মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় রয়েছে ২২০টি স্টল। অংশ নিচ্ছে ১৫০টি আবাসন প্রতিষ্ঠান। ১৫টি নির্মাণসামগ্রী এবং ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে। মেলায় প্রবেশ টিকিট মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।