অাকাশ জাতীয় ডেস্ক:
মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা শুরুর পর সেনাবাহিনী ও দোসরদের নির্যাতনের মুখে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।
পালিয়ে আসা রোহিঙ্গাদের বেশির ভাগই কক্সবাজারের উখিয়া ও টেকনাফ আশ্রয় নেয়। স্থানীয় লোকজন প্রাথমিকভাবে রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসে। পরে সহায়তা শুরু করে বাংলাদেশ সরকারসহ বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা।
মিয়ানমারে রাষ্ট্রীয় দমন-পীড়নে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য কিংশুক পরিবার ত্রাণ নিয়ে অাগামী ৩০ সেপ্টেম্বর, শনিবার যাচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে।
ত্রাণ বিতরন করবেন বাংলাদেশের সনামধন্য সমবায় সমিতি, কিংশুক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি নজমুল হুদা, সাধারন সম্পাদক নাজমুল আলম ভূঁইয়া জুয়েল ও কিংশুক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর পরিচালক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
আকাশ নিউজ ডেস্ক 

























