আকাশ স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে রবিবার রাতের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও টানা দুই গোল দিয়ে জয়ের দিকেই এগোচ্ছিলো লিভারপুল। কিন্তু অলরেডদের গোলকিপার অ্যালিসন বেকারের ভুলে জয় বঞ্চিত হয়েছে জার্গেন ক্লপের শিষ্যরা। ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোল ব্যবধানেই।
টটেনহ্যামের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল দখল এবং আক্রমণে সমানে সমান ছিল দুদলই। উল্টো সুক্ষ্ণ হিসেব করতে গেলে এদিক থেকে এগিয়ে থাকবে সফররত লিভারপুলই। কিন্তু এরপরও ম্যাচের প্রথম গোলটি পেয়েছে স্বাগতিকরাই। ম্যাচের ১৩তম মিনিটে টানগাই এনডোম্বেলের নিখুঁত পাসে হ্যারি কেন দারুণ ফিনিশিংয়ে স্পার্সদের এগিয়ে দেন। ইংলিশ অধিনায়কের এটি এবারের মৌসুমের দ্বিতীয় গোল।
৩৫তম মিনিটে সমতায় ফেরে লিভারপুল। বাঁ দিক থেকে রবার্টসনের ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে হেডে জালে জড়িয়ে দেন দিয়োগো জটা। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে। ৫৭ মিনিটে সামনে থেকে নেওয়া হ্যারি কেইনের হেড একটুর জন্য জাল পায়নি। ৬৯ মিনিটে বরং এগিয়ে যায় লিভারপুল। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রস জায়গায় দাঁড়িয়ে নিচু হেডে গোল তুলে নেন রবার্টসন।
৭৪তম মিনিটে ভুলটা করেন অ্যালিসন। সনের উদ্দেশে বেন ডেভিসের বাড়ানো পাস পোস্ট ছেড়ে বেরিয়ে ক্লিয়ার করার চেষ্টায় বলে পা-ই ছোঁয়াতে পারেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক। ফাঁকা জালে বল পাঠিয়ে সমতা টানেন সন। এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচটি শেষ হয় ২-২ ব্যবধানেই।
এ ড্রয়ের ফলে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি। আর উলভারহ্যাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করা চেলসি ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। ৩২ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল।
আকাশ নিউজ ডেস্ক 

























