অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার সুজানগরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার বেলা ৩টার দিকে পাবনা-সুজানগর সড়কের বান্নাইপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা শহরের অনন্ত হরিজন কলোনীর মনু হরিজনের ছেলে রাজা (৪১) ও সুজানগর উপজেলা পরিষদ চত্বর হরিজন কলোনীর মিলন হরিজনের ছেলে বাবু (৪০)।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক জানান, পাবনা শহরের বিভিন্ন মন্দিরে দুর্গাপূজা দেখে সুজানগর যাচ্ছিলেন দুই বন্ধু রাজা ও বাবু। ঘটনার সময় পথিমধ্যে বান্নাইপাড়া নামক স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বন্ধ রাজা ও বাবু আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহতদের পারিবারিক সুত্রে জানা যায়, তারা দুই বন্ধু দূর্গাপুজা উপলক্ষে বিভিন্ন জায়গায় বেড়াতে বের হয়েছিল, নিহত বাবু হরিজন খুলনায় একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পরিচ্ছন্ন কর্মী ও রাজা পাবনার হাজীরহাট বাজারের পরিচ্ছন্ন কর্মী ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























