অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে বস্তির বাসিন্দা কিশোর সাগরকে (১৬) নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মূল আসামি আক্কাস আলীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভৈরবের শম্ভুপুর রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার নাজমুল আরেফিন পলাশ বলেন, রাত সাড়ে ১২টার দিকে আক্কাসকে গ্রেফতার করা হয়। পরে সকালে তাকে ময়মনসিংহে পাঠিয়ে দেয়া হয়। সেখানে আক্কাস র্যাব হেফাজতে রয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ র্যাব প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
এর আগে চুরির অপবাদ দিয়ে গৌরীপুরে খুঁটির সঙ্গে বেঁধে ১৬ বছরের কিশোর সাগরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ ফজলুর রহমান (৪০) ও রিয়াজ উদ্দিন রিজু (৫০) নামে দুইজনকে গ্রেফতার করে।
আকাশ নিউজ ডেস্ক 
























