অাকাশ জাতীয় ডেস্ক:
নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সূর্যমুখী এলাকায় পাঁচটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে ২ জেলে নিখোঁজ রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য রিমন উদ্দিন জানান, সন্ধ্যায় আজহার মাঝি, জসিম মাঝি, কাদির মাঝি, সাইফুল মাঝি ও নোমান-মাসুম মাঝির নৌকা নিয়ে জেলেরা মেঘনা নদীতে মাছ ধরতে যান। রাত সাড়ে ৮টার দিকে ঝড়ের কবলে পড়ে নৌকাগুলো ডুবে যায়।
এ সময় অন্য জেলেরা সাঁতার কেটে তীরে উঠে আসলেও নোমান-মাসুম মাঝির নৌকার দুই জেলে নিখোঁজ হন। হাতিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন বলে শুনেছি। নিখোঁজদের বাড়ি উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে।
আকাশ নিউজ ডেস্ক 
























