ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

ফর্মহীন অবামেয়াংকে ছাড়ছে না আর্সেনাল

আকাশ স্পোর্টস ডেস্ক:

সম্প্রতি কোনো ফর্মই নেই সময়ের অন্যতম আলোচিত স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের। এরপরও তাকে ছেড়ে দেয়ার কথা ভাবছেই না ইংলিশ ক্লাব আর্সেনাল। অবামেয়াং সম্পর্কে কথা বলতে গিয়ে এমন তথ্যই জানা ক্লাবটির কোচ মিকেল আর্তেতা। খুব শিগগিরই ফর্মে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গেল বছর আর্সেনালের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন অবামেয়াং। এই ক্লাব এবং তার মধ্যকার এই চুক্তিটি তিন বছরের। কিন্তু এ বছর কোনভাবেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। এবারের আসরে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত করেছেন মাত্র চার গোল। এর মধ্যে সর্বশেষটি ছিল অক্টোবরে এ্যাস্টন ভিলার বিপক্ষে।

আগামী মাসে শীতকালীণ ট্রান্সফার উইন্ডো খোলার পর ৩২ বছর বয়সী অবামেয়াংকে নিয়ে নতুন করে কোন চিন্তা করছে কিনা আর্সেনাল এমন প্রশ্নের জবাবে অবশ্য আর্তেতা পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছে। এ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে আর্তেতা বলেন, ‘আমরা এই ধরনের বিষয় নিয়ে কখনই কোন আলোচনা করিনি। খেলোয়াড়রা যখন বাজে অবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করার চেষ্টা করি। এটা আসলে সম্পর্কের বিষয়। প্রতিটি খেলোয়াড়ের সাথেই ক্লাবের আলাদা একটি সম্পর্ক থাকে।’

শীর্ষ চারের অবস্থান থেকে চার পয়েন্ট পিছিয়ে পরপর দুই পরাজয়ে আর্সেনাল বর্তমানে টেবিলের সপ্তম স্থানে রয়েছে। ২১ বছর বয়সী তরুন উইঙ্গার এমিলে স্মিথ রো ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। এবারের মৌসুমে এ পর্যন্ত এই উইঙ্গার পাঁচ গোল করা ছাড়াও দুটি এসিস্টও করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফর্মহীন অবামেয়াংকে ছাড়ছে না আর্সেনাল

আপডেট সময় ০৮:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

সম্প্রতি কোনো ফর্মই নেই সময়ের অন্যতম আলোচিত স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের। এরপরও তাকে ছেড়ে দেয়ার কথা ভাবছেই না ইংলিশ ক্লাব আর্সেনাল। অবামেয়াং সম্পর্কে কথা বলতে গিয়ে এমন তথ্যই জানা ক্লাবটির কোচ মিকেল আর্তেতা। খুব শিগগিরই ফর্মে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গেল বছর আর্সেনালের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন অবামেয়াং। এই ক্লাব এবং তার মধ্যকার এই চুক্তিটি তিন বছরের। কিন্তু এ বছর কোনভাবেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। এবারের আসরে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত করেছেন মাত্র চার গোল। এর মধ্যে সর্বশেষটি ছিল অক্টোবরে এ্যাস্টন ভিলার বিপক্ষে।

আগামী মাসে শীতকালীণ ট্রান্সফার উইন্ডো খোলার পর ৩২ বছর বয়সী অবামেয়াংকে নিয়ে নতুন করে কোন চিন্তা করছে কিনা আর্সেনাল এমন প্রশ্নের জবাবে অবশ্য আর্তেতা পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছে। এ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে আর্তেতা বলেন, ‘আমরা এই ধরনের বিষয় নিয়ে কখনই কোন আলোচনা করিনি। খেলোয়াড়রা যখন বাজে অবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করার চেষ্টা করি। এটা আসলে সম্পর্কের বিষয়। প্রতিটি খেলোয়াড়ের সাথেই ক্লাবের আলাদা একটি সম্পর্ক থাকে।’

শীর্ষ চারের অবস্থান থেকে চার পয়েন্ট পিছিয়ে পরপর দুই পরাজয়ে আর্সেনাল বর্তমানে টেবিলের সপ্তম স্থানে রয়েছে। ২১ বছর বয়সী তরুন উইঙ্গার এমিলে স্মিথ রো ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। এবারের মৌসুমে এ পর্যন্ত এই উইঙ্গার পাঁচ গোল করা ছাড়াও দুটি এসিস্টও করেছেন।