আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর বাংলামোটরে আরকে টাওয়ারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা ১২টা ১৫ মিনিটে আগুনের খবর পান তারা। ঘটনাস্থলে তাদের পাঁচটি ইউনিট কাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুনের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 




















