ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

জমিজমা সংক্রান্ত ঘটনায় খুন হয় ঝিকরগাছার আ.লীগ নেতা

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান হত্যায় ৯ জনকে আসামী করে মামলা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিষয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। এজাহার ভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাকে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ২৫ সেপ্টেম্বর নিহতের পুত্র মাস্টার তরিকুল ইসলাম বাদী হয়ে মাদক ও ইয়াবা সম্রাট সন্ত্রাসী রায়হানকে প্রধান আসামী করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ হত্যাকারী গ্রুপকে সনাক্ত করতে পেরেছে। ঘটনাস্থল হতে উদ্ধার হওয়া মোবাইলের সুত্র ধরে পুলিশ হত্যাকারীদের সনাক্ত করেছে বলে জানা গেছে।

২৬ সেপ্টেম্বর রাতে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী ইসমাইল হোসেনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর জেলহাজতে প্রেরণ করেছে। সে মনিরামপুরের নোয়ালী আব্দুর রহমানের ছেলে। পুলিশ হত্যাকারী গ্রুপ সনাক্তের জোর দাবি করলেও মুল আসামি রায়হান গ্রেফতার না হওয়ায় এলাকার মানুষ আতংকে রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন জানিয়েছেন, হত্যাকারী রায়হান পূর্বে হত্যাসহ অনেক মামলার আসামি। তার বেপরোয়া কর্মকাণ্ড, চাঁদাবাজি, জমিদখল, চুরি, ডাকাতিসহ বিভিন্ন কর্মকাণ্ড এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছিল। রায়হানের নির্যাতনের শিকার মানুষের পক্ষে প্রতিবাদ করায় অকালে প্রাণ দিতে হল জনপ্রিয় সাবেক ইউপি সদস্য ছিদ্দিকুর রহমানের।

পুলিশের উদ্ধার করা মোবাইল সন্ত্রাসী রায়হানের বলে শতভাগ নিশ্চিত করেছে পুলিশ। এদিকে হত্যাসহ প্রায় ৭/৮ টি মামলার আসামী সন্ত্রাসী রায়হানের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় নিহত ছিদ্দিকুর রহমান, প্রবীণ শিক্ষক মাষ্টার আলাউদ্দীন, দিগদানা ইউপি সদস্য সেলিম রেজাসহ অনেকে তার দ্বারা লাঞ্চিত হয়েছে।

ছিদ্দিকুর রহমান টানা তিনবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য ও দিগদানা খোশালনগর মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক বার সভাপতি ছিলেন। তিনি অত্যন্ত শান্তপ্রকৃতির নিরহ সমাজসেবক মানুষ ছিলেন। তার খুন হওয়ার ঘটনা মানতে পারছে না সাধারন মানুষ। তবে সস্প্রতি সন্ত্রাসী রায়হান দিগদানা জনপদে বেপরোয়া হয়ে উঠে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠে। ছিদ্দিকুর রহমান স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন ফল পায়নি। বালিয়াডাঙ্গা গ্রামের রজব আলীর পুত্র আব্দুস ছাত্তারের একটি জমিতে জোর পূর্বক গাছ কাটা ও দখল করে নেয়ার চেষ্টায় প্রকাশ্যে মারধরের ঘটনায় ছিদ্দিকুর রহমান আব্দুস সাত্তারকে নিয়ে প্রথমে বাঁকড়া পুলিশ তদন্তে কেন্দ্রে অভিযোগ করেন। সেই অভিযোগে কোন সমাধান না হওয়ায় আদালতে সন্ত্রাসী রায়হান ও তার সহযোগিদের বিরুদ্ধে মামলা করে। এতে রায়হান আরো বেপরোয়া হয়ে যায়। হত্যা মামলার অসামিদের এখনো প্রকাশ্যে ঘুরতে দেখছে সাধারণ মানুষ।

তবে ওই রাতেই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সন্দেহভাজন একজনের মোবাইল ফোন ট্যাকিংয়ের মাধ্যেমে তার সাথে ঘটনার আগে ও পরে কথোপকথোনের সূত্রে একজনকে আটক করে পুলিশ। আবার ঘটনার তিনদিন পর তাকে ছেড়ে দেয়। প্রথমে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেনি পুলিশ। পরে জানা যায় ধৃত ব্যাক্তি দিগদানা গ্রামের নজরুল খাঁ।

এলাকাবাসি জানায়, তার সাথে মামলার মূল আসামি রায়হানের গভীর সখ্যতা ছিল। সে রায়হানের পক্ষে মাদক ব্যবসার দায়িত্ব পালন করতো। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি এবং ফোনে ব্যাবহারিত দুইটি সিম প্রধান আসামি রায়হানের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। নিহতের ছেলে মাস্টার তরিকুল ইসলাম প্রথম থেকে দাবি করে আসছে জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে এলাকার একটি সংঘবদ্ধ মাদক ও সন্ত্রাসী চক্রের প্রধান রায়হান হত্যাকাণ্ড ঘটাতে পারে। মোবাইলের সূত্র ধরে গত মঙ্গলবার নিহতের পুত্র মাস্টার তরিকুল খোসালনগর গ্রামের মৃত আব্দুল গফ্ফারের পুত্র হত্যাসহ একাধিক মামলার অসামি রায়হানসহ ৯ জনকে আসামি করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা করেছে। যার নং- ২৫। মামলার তদন্ত ও আসামীদের গ্রেফতারের স্বার্থে পুলিশ অন্যান্য আসামিদের নাম জানাইনি।

মামলার তদন্ত কর্মকর্তা বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিকদার মতিয়ার রহমান জানান, আসামীদের গ্রেফতার করার জোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বাঁকড়া ইউপির টানা তিন বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিদ্দিকুর রহমান (৬৫) সন্ধ্যার পর বাঁকড়া বাজার থেকে বাই সাইকেল যোগে বাড়ি ফেরার পথে অতুল মোড়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান

জমিজমা সংক্রান্ত ঘটনায় খুন হয় ঝিকরগাছার আ.লীগ নেতা

আপডেট সময় ০৯:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান হত্যায় ৯ জনকে আসামী করে মামলা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিষয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। এজাহার ভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাকে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ২৫ সেপ্টেম্বর নিহতের পুত্র মাস্টার তরিকুল ইসলাম বাদী হয়ে মাদক ও ইয়াবা সম্রাট সন্ত্রাসী রায়হানকে প্রধান আসামী করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ হত্যাকারী গ্রুপকে সনাক্ত করতে পেরেছে। ঘটনাস্থল হতে উদ্ধার হওয়া মোবাইলের সুত্র ধরে পুলিশ হত্যাকারীদের সনাক্ত করেছে বলে জানা গেছে।

২৬ সেপ্টেম্বর রাতে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী ইসমাইল হোসেনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর জেলহাজতে প্রেরণ করেছে। সে মনিরামপুরের নোয়ালী আব্দুর রহমানের ছেলে। পুলিশ হত্যাকারী গ্রুপ সনাক্তের জোর দাবি করলেও মুল আসামি রায়হান গ্রেফতার না হওয়ায় এলাকার মানুষ আতংকে রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন জানিয়েছেন, হত্যাকারী রায়হান পূর্বে হত্যাসহ অনেক মামলার আসামি। তার বেপরোয়া কর্মকাণ্ড, চাঁদাবাজি, জমিদখল, চুরি, ডাকাতিসহ বিভিন্ন কর্মকাণ্ড এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছিল। রায়হানের নির্যাতনের শিকার মানুষের পক্ষে প্রতিবাদ করায় অকালে প্রাণ দিতে হল জনপ্রিয় সাবেক ইউপি সদস্য ছিদ্দিকুর রহমানের।

পুলিশের উদ্ধার করা মোবাইল সন্ত্রাসী রায়হানের বলে শতভাগ নিশ্চিত করেছে পুলিশ। এদিকে হত্যাসহ প্রায় ৭/৮ টি মামলার আসামী সন্ত্রাসী রায়হানের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় নিহত ছিদ্দিকুর রহমান, প্রবীণ শিক্ষক মাষ্টার আলাউদ্দীন, দিগদানা ইউপি সদস্য সেলিম রেজাসহ অনেকে তার দ্বারা লাঞ্চিত হয়েছে।

ছিদ্দিকুর রহমান টানা তিনবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য ও দিগদানা খোশালনগর মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক বার সভাপতি ছিলেন। তিনি অত্যন্ত শান্তপ্রকৃতির নিরহ সমাজসেবক মানুষ ছিলেন। তার খুন হওয়ার ঘটনা মানতে পারছে না সাধারন মানুষ। তবে সস্প্রতি সন্ত্রাসী রায়হান দিগদানা জনপদে বেপরোয়া হয়ে উঠে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠে। ছিদ্দিকুর রহমান স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন ফল পায়নি। বালিয়াডাঙ্গা গ্রামের রজব আলীর পুত্র আব্দুস ছাত্তারের একটি জমিতে জোর পূর্বক গাছ কাটা ও দখল করে নেয়ার চেষ্টায় প্রকাশ্যে মারধরের ঘটনায় ছিদ্দিকুর রহমান আব্দুস সাত্তারকে নিয়ে প্রথমে বাঁকড়া পুলিশ তদন্তে কেন্দ্রে অভিযোগ করেন। সেই অভিযোগে কোন সমাধান না হওয়ায় আদালতে সন্ত্রাসী রায়হান ও তার সহযোগিদের বিরুদ্ধে মামলা করে। এতে রায়হান আরো বেপরোয়া হয়ে যায়। হত্যা মামলার অসামিদের এখনো প্রকাশ্যে ঘুরতে দেখছে সাধারণ মানুষ।

তবে ওই রাতেই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সন্দেহভাজন একজনের মোবাইল ফোন ট্যাকিংয়ের মাধ্যেমে তার সাথে ঘটনার আগে ও পরে কথোপকথোনের সূত্রে একজনকে আটক করে পুলিশ। আবার ঘটনার তিনদিন পর তাকে ছেড়ে দেয়। প্রথমে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেনি পুলিশ। পরে জানা যায় ধৃত ব্যাক্তি দিগদানা গ্রামের নজরুল খাঁ।

এলাকাবাসি জানায়, তার সাথে মামলার মূল আসামি রায়হানের গভীর সখ্যতা ছিল। সে রায়হানের পক্ষে মাদক ব্যবসার দায়িত্ব পালন করতো। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি এবং ফোনে ব্যাবহারিত দুইটি সিম প্রধান আসামি রায়হানের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। নিহতের ছেলে মাস্টার তরিকুল ইসলাম প্রথম থেকে দাবি করে আসছে জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে এলাকার একটি সংঘবদ্ধ মাদক ও সন্ত্রাসী চক্রের প্রধান রায়হান হত্যাকাণ্ড ঘটাতে পারে। মোবাইলের সূত্র ধরে গত মঙ্গলবার নিহতের পুত্র মাস্টার তরিকুল খোসালনগর গ্রামের মৃত আব্দুল গফ্ফারের পুত্র হত্যাসহ একাধিক মামলার অসামি রায়হানসহ ৯ জনকে আসামি করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা করেছে। যার নং- ২৫। মামলার তদন্ত ও আসামীদের গ্রেফতারের স্বার্থে পুলিশ অন্যান্য আসামিদের নাম জানাইনি।

মামলার তদন্ত কর্মকর্তা বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিকদার মতিয়ার রহমান জানান, আসামীদের গ্রেফতার করার জোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বাঁকড়া ইউপির টানা তিন বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিদ্দিকুর রহমান (৬৫) সন্ধ্যার পর বাঁকড়া বাজার থেকে বাই সাইকেল যোগে বাড়ি ফেরার পথে অতুল মোড়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।