অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জ সদরে মাসুদ রানা মাসুম (১৯) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের তেলিপাড়া এলাকার একটি আমবাগান থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। এসময় নিহত মাসুমের দুই হাত ও পা রশি দিয়ে বাঁধা ছিলো।
পুলিশের ধারণা কে বা কারা তাকে হত্যা করে তার লাশ আমগাছের ডালে ঝুলিয়ে দেয়। নিহত মাসুম ওই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের দিনমজুর কাবির আলীর ছেলে।
বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে তেলিপাড়ার নির্জন ওই আমবাগানে পাতা কুড়াতে গিয়ে স্থানীয় এক নারী আমগাছে ঝুলন্ত মাসুমের লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, লাশের হাত-পা একসঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিলো। নিহত মাসুম স্থানীয় বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজর স্নাতক শ্রেণির ছাত্র। লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে সে শ্রমিক হিসেবে কাজ করতো। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে মাসুম বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিলো।
এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবের রেজা আহমেদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকান্ড বলে মনে হচ্ছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হতে পারে নি পুলিশ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান থানার এই কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 
























