অাকাশ জাতীয় ডেস্ক:
নেত্রকোনার মোহনগঞ্জে নিখোঁজ হওয়ার চার দিন পর কাজী মজিবুর রহমান (৪৫) নামের এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার উকিল মুন্সি বাজারে অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হন তিনি। নিহত মজিবুর রহমান উপজেলার গাগলাজুর ইউনিয়নের জালালপুর-আটবাড়ি গ্রামের মৃত কাজী শামছুদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই বাজারের অদূরে সম্রাটের খাল নামক স্থানের কচুরিপানা থেকে মজিবুরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ওইদিন দুপুরেই ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পূর্ব পরিকল্পিতভাবেই মজিবুরকে হত্যার পর তার লাশ ওই খালের কচুরিপানার ভেতর ফেলে রাখা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত মজিবুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
সকালেই পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার জৈনপুর ও পাশের পাইকুরা গ্রামের অনুকূল (২৮), অণিল দাস (৪২), বাজারের পাহারাদার গোবিন্দ (৪৭), রতন মিয়া (৩০), অন্তর মিয়া (২৬) এবং পাবেল মিয়াসহ (৩০) ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পল্লী চিকিৎসক কাজী মজিবুর রহমান নিখোঁজ হওয়ার পর তার পরিবারের লোকজন আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় তার স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মো. জিন্নাৎ জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























