আকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার সরকারি সফরে মালদ্বীপ পৌঁছেছেন।
সফরকালে তিনি মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ বৈঠকের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে।
আলোচনায় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সম্পর্কের উন্নয়ন সহ প্রবাসী বাংলাদেশীদের জন্য কল্যাণকর বিভিন্ন বিষয় স্থান পাবে।
বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়েরর এই প্রতিনিধি দলকে মালদ্বীপ ফুলে দিয়ে শুভেচ্ছা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
আকাশ নিউজ ডেস্ক 

























