আকাশ বিনোদন ডেস্ক :
টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানকে নিয়ে যত না বিতর্ক হয়, তার থেকে বেশি বিতর্ক বোধহয় তিনি নিজেই তৈরি করেন। এই যেমন রবিবার ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন অভিনেত্রী। সেটা আবার নিজের স্টোরিতে শেয়ার করেছেন যশ! তবে সেটা কোনো ছবি নয়, একটা কোট। যার নানা রকম অর্থ বের করা ইতোমধ্যে শুরু করে দিয়েছেন নেটিজেনরা।
সেই কোটের অনুসারে, তিনি জীবনে অনেক ভুল করেছেন। কিন্তু এই একটা ভুলের জন্যও যদি তিনি তার প্রিয়তমকে (যশ) পেয়ে থাকেন, তবে তিনি নিজেকে ক্ষমা করতে রাজি। শুধু তাই নয় ‘হাজবেন্ড’ যশকে ট্যাগও করেছেন এতে। এই কোট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যশ বুঝিয়ে দিয়েছেন এটা নুসরাতের জবাব তাদের, যারা তার আর যশের সম্পর্ক নিয়ে কাঁটাছেড়া করেন। বুঝিয়েছেন, তিনিও প্রিয়তমার সঙ্গে একমত।
২০২০ সালে হঠাৎই নিখিলের ঘর ছাড়েন নুসরাত। এরপর তার আর যশের সম্পর্কের গুঞ্জনে যখন সরগরম চারিদিক, তখন সামনে আসে বেবি বাম্প নিয়ে নুসরাতের ছবি। নিখিল যে বাবা নয়, তা স্পষ্ট করে জানিয়ে দেন। তারপর নুসরাত এক বিবৃতিতে তার আর নিখিলের বিয়ে ভারতে আইনত বৈধ নয় জানিয়ে সেটাকে সহবাসের নাম দেন।
এখন যদিও নুসরাত ছেলে ঈশান আর স্বামী যশ দাশগুপ্তর সঙ্গে চুটিয়ে সংসার করছেন। তিনি আর যশ যে বিবাহিত সেটাও মেনে নিয়েছেন। পূজা, দিওয়ালির মতো উৎসবে শাঁখা, পলা, সিঁদুরেও সাজিয়েছেন নিজেকে। কিন্তু তাতে ট্রোলিং কিছুই কমেনি।
কাজের সূত্রে সদ্য যশের সঙ্গে কাশ্মীরে গিয়ে একটি গানের শ্যুট করে এসেছেন নুসরাত। কলকাতায় জোর কদমে চলছে তার পরবর্তী ছবি ‘জয়কালী কলকত্তেওয়ালী’র শ্যুটও। এসবেরই মাঝে রেডিও শো হোস্ট হিসেবেও দেখা যাবে নুসরাতকে, ইশক এফএমে।
আকাশ নিউজ ডেস্ক 






















