অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ প্রিন্স আব রাসেল (৩) থেকে আপত্তিকর অবস্থায় ছয় যুবক ও যুবতীকে আটক করেছে নৌ-পুলিশ। বুধবার ভোরে চাঁদপুর নৌ-টার্মিনাল এলাকায় তাদের আটক করা হয়। আটকদের বিকেলে চাঁদপুর আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আটককৃতরা হলেন- মিথিলা আক্তার, আলী আহম্মেদ, ইয়াছিন আরাফাত, নাজিরা খাতুন, অকেয়া খাতুন ও রাসেল।
নৌ পুলিশ জানায়, গোপন সংবাদে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুর লঞ্চঘাটে অবস্থানরত প্রিন্স আব রাসেল (৩) যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে লঞ্চের ৩৪৩, ৩৪৪ ও ৩৪৫ নং ক্যাবিন থেকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়। পরে আটকদের চাঁদপুর মডেল থানা পুলিশের মাধ্যমে আদালতের প্রেরণ করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























