অাকাশ জাতীয় ডেস্ক:
যশোরে নারী শিশুসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শহরের মণিহার এলাকা থেকে বুধবার বিকেলে তাদের আটক করা হয়। পরে কোতয়ালি থানায় তাদের সোপর্দ করা হয়েছে।
আটকৃতরা হলেন- মিয়ানমারের বাসিন্দা তফুর আলম (৪০) ও তার স্ত্রী মুর্শিদা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন আক্তার (৯), ছেলে রিয়াজুল ইসলাম (৭), মেয়ে তাসনিম আক্তার (৫), ছেলে সাইফুল ইসলাম (৩ বছর ৬ মাস) ও সাহিদুল ইসলাম (৯ মাস) এবয় তফুর আলমের ভাইজি জান্নাত আরা (২০) ও তার ছেলে হামিদ হুসান (৯মাস)।
যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, বুধবার বিকেল ৩টার দিকে রোহিঙ্গা নারী ও শিশুরা যশোর শহরের মণিহার এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহভাজন হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি আরও বলেন, রোহিঙ্গাদের ভাষা অস্পষ্ট হওয়ায় তাদের কাছ থেকে তাৎক্ষনিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























