আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরবে মাইক্রোবাসচাপায় টিপু মিয়া (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিপু মিয়া চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের টেলিগ্রামের বাবুল ফকিরের ছেলে। মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নিহতের বাবা বাবুল ফকির ও ভগ্নিপতি সাইফুল ইসলাম।
নিহত টিপু মিয়ার ভগ্নিপতি সাইফুল ইসলাম বলেন, নিহত টিপু মিয়া গত তিন বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান। সেখানে টিপু মিয়া ও তার বাবা বাবুল ফকির একসঙ্গে কাজ করতেন। কিন্তু রোববার সন্ধ্যায় রিয়াদের একটি হোটেল থেকে টিপু মিয়া নাস্তা আনতে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসচাপায় ঘটনাস্থলেই মারা যান।
আকাশ নিউজ ডেস্ক 

























