আকাশ জাতীয় ডেস্ক:
চাল রপ্তানিতে সরকার ১৫শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে গেলো বছর। প্রায় দুই বছর পর এসে জানিয়ে দিলো সুগন্ধি চাল রপ্তানিতে প্রণোদনা দেওয়া হবে না।
সোমবার (১৫ নভেম্বর) এবিষয়ে একটি সার্কুলার জারি করে বৈদেশিক মূদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, ২০২০ সালের ৩০ জানুয়ারি এক সার্কুলারের মাধ্যমে চাল রপ্তানিতে সরকার ১৫শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে। সরকারি সিদ্ধান্তক্রমে ওই সার্কুলার স্পষ্ট করা যাচ্ছে যে সুগন্ধি চাল রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা সুবিধা প্রযোজ্য হবে না।
রপ্তানি বাণিজ্য উৎসাহিত করতে সরকার ২০২০ সালের ৩০ জানুয়ারি ঘোষণা দিয়েছিল দেশে উৎপাদিত ধান থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত চাল রপ্তানির বিপরীতে ১৫শতাংশ প্রণোদনা দেওয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























