অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের চুনারুঘাটে কৃষক ফুল মিয়া হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন হবিগঞ্জ আদালত। বুধবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত করে চারজনকে ফাঁসির আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আরজু মিয়া (৩৫), মো. তৈয়ব আলী (৪৫), মো. রফিকুল ইসলাম (৫৫)। তারা তিন ভাই। চতুর্থজন হলেন- তৈয়ব আলীর ছেলে মো. সফর উদ্দিন। তারা সবাই সিরিকান্দী গ্রামের বাসিন্দা।
২০১৩ সালের ৫ অক্টোবর দুপুরে ফুল মিয়া তার জমিতে কাজ করার সময় পূর্ব শত্রুতার জের ধরে দণ্ডপ্রাপ্তরা তাকে হত্যা করে।
আকাশ নিউজ ডেস্ক 
























