আকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভবনে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার সকাল সাতটার দিকে ফতুল্লার পূর্ব শিয়াচর এলাকায় পাঁচ তলা একটি ভবনের নিচতলায় এ বিস্ফোরণ হয়।
নিহতরা হলেন- মায়া রানী ও মঙ্গল রানী। মায়া রাণী পরিবার নিয়ে ভবনটি লাগোয়া একটি ঘরে ভাড়া থাকতেন। তিনি পোশাক কারখানার শ্রমিক।
আহতদের মধ্যে নাছির, হোসেন, জাহিদুল, ঝুমা ও মনির নাম জানা গেছে। বাকিদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে বিকট শব্দে ফ্ল্যাটটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ফ্ল্যাটের পাঁচটি কক্ষ ও পাশের বাসার দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। এতে পাশের আরও দুটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























