আকাশ বিনোদন ডেস্ক :
বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিতর্ক পিছু ছাড়ে না তার। চর্চায় থাকতেই তিনি পছন্দ করেন। সদ্যই তার ঝুলিতে এসেছে জোড়া সম্মান। চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সঙ্গে পদ্মশ্রী সম্মান। স্বভাবতই এই মুহূর্তে সপ্তম স্বর্গে বাস করছেন বলিউড ‘কুইন’।
তবে শুধু পেশাগত সাফল্য নয়, ব্যক্তিগত জীবনেও এখন দারুণ খুশি কঙ্গনা। ব্যক্তিগত জীবনেও একটা লম্বা সময় চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছেন তিনি। আদিত্য পাঞ্চলির সঙ্গে চর্চিত প্রেম, অধ্যায়ন সুমনের সঙ্গে মাখোমাখো রসায়ন এবং হৃত্বিক রোশনের সঙ্গে বিতর্কিত ভালোবাসার গল্প- সব নিয়েই চলেছে ব্যাপাক আলোচনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন কঙ্গনা। সেখানে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, আগামী পাঁচ বছরের পরিকল্পনা সম্পর্কে। ৩৪ বছরের কঙ্গনা জানান, ‘আমি অবশ্যই বিয়ে করতে চাই এবং সন্তানের জন্ম দিতে চাই। আমি পাঁচ বছর পর নিজেকে একজন মা হিসাবে, স্ত্রী হিসাবে দেখতে চাই।’
সংসার পাতার এই পরিকল্পনা এবং মা হওয়ার ভাবনা নিয়ে কী রীতিমতো কাজ শুরু করে দিয়েছেন কঙ্গনা? অভিনেত্রীর জবাব, ‘হ্যাঁ’। সরাসরি কিছু না বললেও কঙ্গনা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, প্রেম করছেন তিনি। খুব শিগগির তার পরিচয় প্রকাশ করবেন বলেও জানান।
পাশাপাশি অভিনেত্রী আরও জানান, নতুন সম্পর্কে তিনি দারুণ খুশি। জীবনের পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্তটা সেই কারণেই বোধহয় নিয়ে ফেলেছেন কঙ্গনা। তবে প্রেমে বারবার চোট খাওয়া অভিনেত্রী খুব বেশি ভাঙলেন না এই সম্পর্কের ব্যাপারে। এখনই সবটা বলতে চান না ‘মণিকর্নিকা’ তারকা।
আকাশ নিউজ ডেস্ক 

























