আকাশ স্পোর্টস ডেস্ক:
ভারত-পাকিস্তানের লড়াই ছাপিয়ে দর্শক-সমর্থকের একটি বিষয় নিশ্চয় চোখে পড়েছিল— মাঠে পানি পানের বিরতিতে নামাজ আদায় করছিলেন মোহাম্মদ রিজওয়ান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাকিস্তানের বড় জয় ছাপিয়ে রিজওয়ানের এমন ধর্মীয় অনুভূতির প্রশংসায় মেতেছিলেন পুরো দুনিয়া। এবার তাকে ‘চ্যাম্পিয়ন মানুষ’ হিসেবে উল্লেখ করে তার সহ পুরো পাকিস্তান দলের প্রশংসায় মেতেছেন বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন।
পাকিস্তানের সঙ্গে সাবেক এই অজি তারকার কাজ করা খুব বেশিদিন না হলেও তাদের ধর্মীয় সংস্কৃতি মুগ্ধ করেছে হেইডেনকে। এমনকি তিনি খ্রিষ্টান হওয়া সত্ত্বেও জানছেন ইসলাম সম্পর্কে। প্রত্যেক দিন রিজওয়ান তাকে কোরআন পড়াও শিখাচ্ছেন।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘নিউজ কর্প অস্ট্রেলিয়াকে’ দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাথু হেইডেন জানিয়েছেন মোহাম্মদ রিজওয়ান তাকে পবিত্র কুরআনের একটি ইংরেজি সংস্করণ দিয়েছে এবং উপহার দিয়েই ক্ষান্ত থাকেননি রিজওয়ান। প্রত্যেহ তাকে একটা সময় শেখাচ্ছেন কোরআন পড়াও। আলোচনা করছেন ইসলাম সম্পর্কেও।
মোহাম্মদ রিজওয়ানকে চ্যাম্পিয়ন মানুষ হিসেবে মনে করেন ম্যাথু হেইডেন।
সাক্ষাৎকারে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে সুন্দর মুহূর্তের কথা বলতে গিয়ে হেইডেন বলেন, ‘আমি একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও ইসলাম সম্পর্কে বেশ কৌতূহলী। একজন খ্রিস্টকে অনুসরণ করে এবং অন্যজন মোহাম্মদকে (হযরত মোহাম্মদ সা.) অনুসরণ করে এবং এক অর্থে তাদের মেলানো যাবে না কখনোই।’
‘কিন্তু রিজওয়ান আমাকে কুরআনের একটি ইংরেজি সংস্করণ উপহার দিয়েছেন। আমরা প্রায় আধা ঘন্টা মেঝেতে বসে কুরআনের বিষয়ে কথা বলেছিলাম। আমি প্রতিদিন কুরআনের কিছুটা করে পড়ছি। রিজি (মোহাম্মদ রিজওয়ান) আমার প্রিয় ব্যক্তিদের একজন, এবং সে একজন চ্যাম্পিয়ন মানুষ।’
একজন পশ্চিমা হয়েও ইসলাম নিয়ে সাবেক এই অজি ওপেনারের ধারণা পশ্চিমারা এমনভাবে আরাধনা করতে পারবেন না। তিনি পাকিস্তানি সব খেলোয়াড়ের প্রশংসা করে বলেন, ‘এই ছেলেরা কতটা নিরপেক্ষ এবং নম্র তা দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এটা দারুণ মজার। তাদের প্রশিক্ষন দেওয়া অনেক সহজ। একজন পশ্চিমা হিসেবে, আপনি সেই প্রতিশ্রুতি এবং বিশ্বাসের প্রভাবগুলি উপলব্ধি করতে পারবেন না।’
“এমনকি তাদের নামাজ– দিনে তাদের পাঁচটি ভিন্ন প্রার্থনা সেশন। আপনি লিফটের বাইরে বা লিফটেও থাকতে পারেন এবং যদি নামাজের সময় হয়ে যায় তাহলে তাই হবে। এই ছেলেরা একটি উচ্চ স্তরের সংযোগ। এটা, ‘কেমন যাচ্ছে দোস্ত?’ টাইপের মতো না।’
আকাশ নিউজ ডেস্ক 
























