আকাশ স্পোর্টস ডেস্ক:
আলেক্সান্দ্রে লাকাজেতের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এর ফলে চেলসির বিপক্ষে শেষ ম্যাচ ড্র’য়ের পর জয়ের ধারায় ফিরতে সক্ষম হলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। তবে ঘরের মাঠে আর্সেনালের এটি তৃতীয় জয়।
সোমবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ২০ মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্সেনাল।আলেক্সিস সানজেরে ফ্রি-কিক বেন ফস্টার ঠেকালেও তালুবন্দি করতে পারেননি। সেই বল ক্রসবারে লেগে বল ফিরে আসে। ফিরতি বলে হেড করে গোল করেন লাকাজেত।

এই এক গোলে এগিয়ে থেকেই শেষ হয় প্রথমার্ধ। ৬৭তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড লাকাজেত। ডি-বক্সে তাকে ক্যামেরুনের ডিফেন্ডার আলান নিওম ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
পরে দুদল আর কোনো গোল করতে না পারায় ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এতে ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে আর্সেনাল। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।
আকাশ নিউজ ডেস্ক 

























