অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর দুর্গাপুরে একটি বিউটি পার্লারে অভিযান চালিয়ে ফাতেমা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে ১৫ পিস ইয়াবা পায় পুলিশ। আটক ফাতেমা বেগম সিংগা গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী।
তিনি দুর্গাপুর পৌর সদরের ওয়ান টাচ্ নামে একটি বিউটি পার্লার খুলে পার্লারের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানায় পুলিশ। এছাড়া একইদিনে ৩৬ গ্রাম গাঁজাসহ মাড়িয়া গ্রামের আফসার আলীর ছেলে আলামিন ইসলাম ওরফে মজনুকে (৪৫) গ্রেফতার করা হয়।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ পৌর সদরের মোল্লা মার্কেটের নিচে ওয়ান টাচ বিউটি পার্লার থেকে মাদক ব্যবসায়ী ফাতেমা বেগমকে আটক করে।
পরে তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগে তল্লাশী চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়া এসআই মির্জা মোজাহারুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে মাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আলামিন ইসলাম ওরফে মজনুকে ৩৬ পুরিয়া গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি মিজান।
আকাশ নিউজ ডেস্ক 
























