অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহে খুঁটিতে বেঁধে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে ডৌহাখলা ইউনিয়নে চরশ্রীরামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। কিশোরকে বেধড়ক পিটিয়ে আহত করার পর গুম করে রেখেছে বলেও অভিযোগ পাওয়া যায়।
ডৌহাখলা ইউনিয়নে চরশ্রীরামপুর এলাকায়র গাউছিয়া মৎস্য হ্যাচারিতে সাইনবোর্ডের একটি খুঁটিতে বেঁধে অমানুষিক নির্যাতন করেন হ্যাচারি মালিক আক্কাস আলী এবং কর্মচারী কাইয়ুম।
ইউপি চেয়ারম্যান শহীদুল হক সরকার বলেন, ঘটনা সত্য। কিশোরটির পরিচয় জানাতে পারেননি স্থানীয়রা। তবে এ ব্যাপারে স্থানীয়রা ভয়ে কিছু বলতে নারাজ।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহাম্মদ বলেন, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























