ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

যুক্তরাষ্ট্রের উৎসবে অমিতাভের ‘রিকশা গার্ল’

আকাশ বিনোদন ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো মিল মুভি ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে চলেছে ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’। আগামী ৯ অক্টোবর ওই উৎসবে দেখানো হবে সিনেমাটি।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ‘রিকশা গার্ল’-এর দুই প্রযোজক এরিক অ্যাডামস ও আসাদুজ্জামান সকাল। সম্প্রতি যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন তারা।

সেখানে প্রযোজক এরিক অ্যাডামস বলেন, ‘কিছু স্ট্রিমিং কোম্পানির সঙ্গে কথা চলছে চলচ্চিত্রটি বিদেশে প্রদর্শনের জন্য। আশা করছি সেটা সম্ভব হবে। আমরা আমাদের সিনেমাটিকে পৃথিবীর বহুসংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’

লেখক সারা পারকিনসের ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে অমিতাভ রেজার এই সিনেমা। শুটিং হয়েছে পাবনা ও কলকাতায়। রিকশা পেইন্টিংয়ের ওপর এবং পরিবারের জীবিকার জন্য একটি মেয়েকে রিকশা চালাতে হয়, তার গল্প নিয়েই এগিয়ে গেছে ‘রিকশা গার্ল’।

এর প্রধান চরিত্রের নাম নাইমা। যিনি রিকশা গার্ল। এই চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, চিত্রনায়িকা চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। একটি বিশেষ চরিত্রে হালের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদকেও দেখা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

যুক্তরাষ্ট্রের উৎসবে অমিতাভের ‘রিকশা গার্ল’

আপডেট সময় ১০:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

আকাশ বিনোদন ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো মিল মুভি ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে চলেছে ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’। আগামী ৯ অক্টোবর ওই উৎসবে দেখানো হবে সিনেমাটি।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ‘রিকশা গার্ল’-এর দুই প্রযোজক এরিক অ্যাডামস ও আসাদুজ্জামান সকাল। সম্প্রতি যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন তারা।

সেখানে প্রযোজক এরিক অ্যাডামস বলেন, ‘কিছু স্ট্রিমিং কোম্পানির সঙ্গে কথা চলছে চলচ্চিত্রটি বিদেশে প্রদর্শনের জন্য। আশা করছি সেটা সম্ভব হবে। আমরা আমাদের সিনেমাটিকে পৃথিবীর বহুসংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’

লেখক সারা পারকিনসের ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে অমিতাভ রেজার এই সিনেমা। শুটিং হয়েছে পাবনা ও কলকাতায়। রিকশা পেইন্টিংয়ের ওপর এবং পরিবারের জীবিকার জন্য একটি মেয়েকে রিকশা চালাতে হয়, তার গল্প নিয়েই এগিয়ে গেছে ‘রিকশা গার্ল’।

এর প্রধান চরিত্রের নাম নাইমা। যিনি রিকশা গার্ল। এই চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, চিত্রনায়িকা চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। একটি বিশেষ চরিত্রে হালের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদকেও দেখা যাবে।