ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

ইস্তাম্বুলে ছুটি কাটাচ্ছেন অনন্ত-বর্ষা

আকাশ বিনোদন ডেস্ক :

চলতি বছর এক টেলিভিশন অনুষ্ঠানে ছোটবেলার কষ্টের কথা জানিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা এবং নায়ক অনন্ত জলিলের সহধর্মিণী বর্ষা। সাধারণ পরিবারে বড় হয়েছেন তিনি।

অভাব-অনটনের মধ্য দিয়ে দিন কেটেছে তার। তবে বর্তমানে সেই দৃশ্য পরিবর্তন হয়েছে। এখন ছুটিতে নানা দেশে ঘুরে বেড়ান।

নায়ক অনন্ত জলিল ও স্ত্রী অভিনেত্রী বর্ষা বর্তমানে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবসর সময় কাটাচ্ছেন। সেখানকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এ দম্পতি।

অনন্ত জলিল ছবির ক্যাপশনে লেখেন, ‘ফ্যামিলিকে নিয়ে হলিডেতে অনন্ত -বর্ষা এখন ইস্তাম্বুল শহরে। ’ সামাজিকমাধ্যমে এই তারকাজুটির ছবি অনুরাগীদের মন জুড়াচ্ছে।

এর আগে গত মে মাসে ঈদ উদযাপন করতে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ছুটে গিয়েছিলেন অনন্ত জলিল ও বর্ষা। ফেসবুক ও ইনস্টাগ্রামে সেখানকার একের পর এক ছবি আর ভিডিও শেয়ার করছিলেন বর্ষা। আর তাতে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

গত ১৫ সেপ্টেম্বর তুরস্কে গিয়েছেন অনন্ত-বর্ষা। মূলত যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘নেত্রী’ সিনেমার লোকেশন দেখা এবং কস্টিউম তৈরির জন্য সেখানে যাত্রা করেছেন তারা। এর ফাঁকেই ঘুরে বেড়াচ্ছেন এই জুটি।

এরইমধ্যে ‘নেত্রী’ সিনেমার অর্ধেক শুটিং শেষ হয়েছে। করোনার লকডাউনের কারণে দীর্ঘ সময় শুটিং করা হয়নি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় বাকি শুটিং শেষ করতে চান সিনেমাটির প্রযোজক-পরিচালক অনন্ত জলিল।

বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তুর্কির ১৯৫৮ ফিল্মস ইয়াপিমের সঙ্গে ‘নেত্রী’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে মুনসুন ফিল্মস। বাংলাদেশসহ ভারতের হায়দ্রাবাদ ও তুরস্কে বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে।

এতে দক্ষিণ ভারতীয় ও ভোজপুরি তিন অভিনেতা থাকছেন। তারা হলেন- প্রদীপ রাওয়াত, কবির দোহান সিং ও ভোজপুরী অভিনেতা রবি কিষান। পাশাপাশি তুরস্কের বেশ ক’জন অভিনয়শিল্পীকেও দেখা যাবে বলে জানান অনন্ত জলিল।

২০০৭ সালে অনন্ত জলিল প্রযোজিত ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত-বর্ষা। এরপর এই জুটিকে ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমায় দেখা গেছে।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত জলিল-বর্ষা অভিনীত ‘দীন: দ্য ডে’। সিনেমাটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মরতুজা অতাশ জমজম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

ইস্তাম্বুলে ছুটি কাটাচ্ছেন অনন্ত-বর্ষা

আপডেট সময় ১১:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

আকাশ বিনোদন ডেস্ক :

চলতি বছর এক টেলিভিশন অনুষ্ঠানে ছোটবেলার কষ্টের কথা জানিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা এবং নায়ক অনন্ত জলিলের সহধর্মিণী বর্ষা। সাধারণ পরিবারে বড় হয়েছেন তিনি।

অভাব-অনটনের মধ্য দিয়ে দিন কেটেছে তার। তবে বর্তমানে সেই দৃশ্য পরিবর্তন হয়েছে। এখন ছুটিতে নানা দেশে ঘুরে বেড়ান।

নায়ক অনন্ত জলিল ও স্ত্রী অভিনেত্রী বর্ষা বর্তমানে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবসর সময় কাটাচ্ছেন। সেখানকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এ দম্পতি।

অনন্ত জলিল ছবির ক্যাপশনে লেখেন, ‘ফ্যামিলিকে নিয়ে হলিডেতে অনন্ত -বর্ষা এখন ইস্তাম্বুল শহরে। ’ সামাজিকমাধ্যমে এই তারকাজুটির ছবি অনুরাগীদের মন জুড়াচ্ছে।

এর আগে গত মে মাসে ঈদ উদযাপন করতে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ছুটে গিয়েছিলেন অনন্ত জলিল ও বর্ষা। ফেসবুক ও ইনস্টাগ্রামে সেখানকার একের পর এক ছবি আর ভিডিও শেয়ার করছিলেন বর্ষা। আর তাতে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

গত ১৫ সেপ্টেম্বর তুরস্কে গিয়েছেন অনন্ত-বর্ষা। মূলত যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘নেত্রী’ সিনেমার লোকেশন দেখা এবং কস্টিউম তৈরির জন্য সেখানে যাত্রা করেছেন তারা। এর ফাঁকেই ঘুরে বেড়াচ্ছেন এই জুটি।

এরইমধ্যে ‘নেত্রী’ সিনেমার অর্ধেক শুটিং শেষ হয়েছে। করোনার লকডাউনের কারণে দীর্ঘ সময় শুটিং করা হয়নি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় বাকি শুটিং শেষ করতে চান সিনেমাটির প্রযোজক-পরিচালক অনন্ত জলিল।

বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তুর্কির ১৯৫৮ ফিল্মস ইয়াপিমের সঙ্গে ‘নেত্রী’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে মুনসুন ফিল্মস। বাংলাদেশসহ ভারতের হায়দ্রাবাদ ও তুরস্কে বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে।

এতে দক্ষিণ ভারতীয় ও ভোজপুরি তিন অভিনেতা থাকছেন। তারা হলেন- প্রদীপ রাওয়াত, কবির দোহান সিং ও ভোজপুরী অভিনেতা রবি কিষান। পাশাপাশি তুরস্কের বেশ ক’জন অভিনয়শিল্পীকেও দেখা যাবে বলে জানান অনন্ত জলিল।

২০০৭ সালে অনন্ত জলিল প্রযোজিত ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত-বর্ষা। এরপর এই জুটিকে ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমায় দেখা গেছে।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত জলিল-বর্ষা অভিনীত ‘দীন: দ্য ডে’। সিনেমাটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মরতুজা অতাশ জমজম।