অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপি জাতীয়তাবাদী শক্তির একটা দল। জিয়াউর রহমানের পর এ দলের হাল ধরেন খালেদা জিয়া। রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি বলেন, তিনি স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন করেন। রাজনীতিতে এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তার বিকল্প নেতৃত্ব এই দেশে আর নেই। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে চাপ দিতে হবে।
দিনি আরো বরেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে চাপ দিলে মিয়ানমারের জন্য বাধ্যতামূলক হবে। সিকিউরিটি কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জোর দাবি জানানো হোক এবং বাংলাদেশ যদি দাবি জানায়, সেটা ভিন্ন প্রকৃতির হবে। কারণ এ ক্ষেত্রে বাংলাদেশ সরাসরি এর শিকার। এছাড়া অনতিবিলম্বে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে হবে। সেই চাপ দ্বিপক্ষীয়ভাবে দিলে হবে না। তা দিতে হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে।
আকাশ নিউজ ডেস্ক 























