অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভাংড়া নামক স্থানে ঢাকা-রাজশাহী মহাসড়কে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩০ জন যাত্রী। রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারীর পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোবাবর দুপুর আড়াইটার দিকে পুঠিয়া উপজেলার ভাংড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী জেকে স্পেশাল বাসের সঙ্গে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সাব্বির ট্রাভেলস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নারী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় ৩০ জন আহত হন।
দুঘর্টনার পর মহাসড়কের উপর দুইটি বাস দুমড়ে-মুচড়ে আটকে থাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।
আশপাশের লোকজন ছুটে গিয়ে বাস থেকে আহতদের উদ্ধার করে। গুরুতর আহত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।
আকাশ নিউজ ডেস্ক 
























