ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানি জনগণই স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

হত্যার ভয় দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় হত্যার ভয় দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের মামলায় আমিন মুন্না (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার মায়ের অনুপস্থিতিতে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। এ ঘটনায় বুধবার ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করলে ওই দিন সন্ধ্যায় ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ধর্ষক আমিন মুন্না উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাঁজিরা গ্রামের বাসিন্দা মৃত মেহের মুন্নার ছেলে।

ভুক্তভোগী ছাত্রী জানায়, আমিন মুন্না তাদের আত্মীয়। তাদের বাড়িতে বেড়াতে এসে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। এ সময় চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

ভুক্তভোগীর মা বলেন, সোমবার আমি বড়মেয়ের বাড়িতে বেড়াতে যাই। ধর্ষক আমিন মুন্না আমাদের আত্মীয়। এ সুবাদে আমাদের বাড়িতে আসা-যাওয়া আছে তার। সেদিন আমি বড়মেয়ের বাড়িতে গেলে বেড়াতে আসে সে। আমার অনুপস্থিতির সুযোগে ভয়ভীতি দেখিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে।

বাড়িতে এ ধরনের ঘটনা ঘটলেও আমাকে জানায়নি কেউ। বুধবার বাড়ি ফিরে এলে মেয়ে আমার গলা ধরে কান্নায় ভেঙে পড়ে ও সব ঘটনা জানায়। মেয়ের কাছ থেকে এসব শুনে হতভম্ব হয়ে যাই এবং ওই দিন সন্ধ্যায় থানায় অভিযোগ করি। আমি ওই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানি জনগণই স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

হত্যার ভয় দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

আপডেট সময় ০৯:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় হত্যার ভয় দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের মামলায় আমিন মুন্না (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার মায়ের অনুপস্থিতিতে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। এ ঘটনায় বুধবার ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করলে ওই দিন সন্ধ্যায় ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ধর্ষক আমিন মুন্না উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাঁজিরা গ্রামের বাসিন্দা মৃত মেহের মুন্নার ছেলে।

ভুক্তভোগী ছাত্রী জানায়, আমিন মুন্না তাদের আত্মীয়। তাদের বাড়িতে বেড়াতে এসে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। এ সময় চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

ভুক্তভোগীর মা বলেন, সোমবার আমি বড়মেয়ের বাড়িতে বেড়াতে যাই। ধর্ষক আমিন মুন্না আমাদের আত্মীয়। এ সুবাদে আমাদের বাড়িতে আসা-যাওয়া আছে তার। সেদিন আমি বড়মেয়ের বাড়িতে গেলে বেড়াতে আসে সে। আমার অনুপস্থিতির সুযোগে ভয়ভীতি দেখিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে।

বাড়িতে এ ধরনের ঘটনা ঘটলেও আমাকে জানায়নি কেউ। বুধবার বাড়ি ফিরে এলে মেয়ে আমার গলা ধরে কান্নায় ভেঙে পড়ে ও সব ঘটনা জানায়। মেয়ের কাছ থেকে এসব শুনে হতভম্ব হয়ে যাই এবং ওই দিন সন্ধ্যায় থানায় অভিযোগ করি। আমি ওই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।