আকাশ স্পোর্টস ডেস্ক:
বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোনের মুখে তালা। রেফারিং নিয়ে সমালোচনা করলেই ৩৫ ম্যাচের নিষেধাজ্ঞা নেমে আসতে পারে।
খেলোয়াড়দেরও আছে সেই ভয়।
তাই বিতর্কিত লাল কার্ডের ক্ষোভ বুকে চেপে তারা গুমরে কাঁদছেন। কিন্তু ক্লাব সভাপতির ওপর অত বিধি-নিষেধ নেই। কিংস সভাপতি ইমরুল হাসান তাই ক্ষোভ ঝেড়ে আনুষ্ঠানিক অভিযোগের কথা বলেছেন।
কিংস সভাপতি বলেন, ‘গ্রুপসেরা নির্ধারণীর ম্যাচে রেফারির এমন বাজে সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। কোচ-ম্যানেজারের সঙ্গে আগে কথা বলব, এরপর এএফসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানাব। ’
এএফসি কাপ থেকে বিদায় নেওয়া বসুন্ধরা কিংসের কোচ-খেলোয়াড়রা আজ ফিরছেন দেশে। অভিযোগের পর হয়তো এএফসি রেফারির সিদ্ধান্তের বিশ্লেষণ করবে, তবে ম্যাচ ফলের কোনো পরিবর্তন হবে না। তা না হলেও এই দলটি যে অবিচারের শিকার হয়েছে, তার একটি রেকর্ড অন্তত থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 
























