ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

গৃহবধূর স্বীকৃতি মেলেনি, দেশ থেকে পলাতক স্বামী

আকাশ জাতীয় ডেস্ক:  

নেত্রকোনার মদনে এক গৃহবধূর স্বীকৃতি মেলেনি শ্বশুরবাড়ি থেকে। মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারক স্বামী পাড়ি দিয়েছে সৌদি আরব। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে গৃহবধূ স্বামীর বাড়িতে মঙ্গলবার সকাল থেকে অনশন শুরু করেছেন।

উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামের হারেছ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন সৈকতের বাড়িতে অনশনে বসেন একই গ্রামের ওই গৃহবধূ। স্ত্রীর স্বীকৃতি ও ভরণ পোষণ না পেলে আত্মহত্যারও হুমকি দেন তিনি।

বুধবার রুদ্রশ্রী গ্রামের বাড়ি সরেজমিন গেলে গৃহবধূকে স্বামীর বাড়িতে অনশন অবস্থায় দেখা যায়।

জানা গেছে, তারা একে অপরকে ভালোবেসে ২০২০ সালের ২৮ নভেম্বর কোর্ট ম্যারেজ করেন। এতে ছেলের পরিবারের লোকজন প্রাথমিক অবস্থায় এ বিয়ে মেনে নেয়নি। পরে তারা দুজনে ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। দীর্ঘদিন সংসার করার পর ২০২১ সালের ৫ জুলাই ওই গৃহবধূকে ভাড়া বাসায় রেখে প্রতারণার আশ্রয় নিয়ে চট্রগ্রাম চলে গেছে বলে জানায়।

তার ফোন বন্ধ থাকায় সন্ধান চেয়ে ওই গৃহবধূ ১ আগস্ট ঢাকার ভাষানটেক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জানতে পারেন তার স্বামী সৌদি আরব চলে গেছেন। নিরুপায় হয়ে মঙ্গলবার স্বামী দেলোয়ারের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেন। অনশনে বসার পর ইউনিয়ন পরিষদের মাধ্যমে জানতে পারেন তার স্বামী তাকে গত ৬ জুলাই কোর্টের মাধ্যমে তালাকনামার একটি নোটিশ পাঠিয়েছেন।

গৃহবধূ বলেন, দেলোয়ার হোসেন সৈকত আমার স্বামী। আমরা বিয়ে করে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছিলাম। পরিবারের লোকজনের পরামর্শে আমার স্বামী আত্মগোপন করেছেন। আমার স্বামী আমাকে ছেড়ে বিদেশ যেতে পারে না। সে অবশ্যই দেশে আছে। শ্বশুর-শাশুড়ি আমাকে গ্রহণ না করলে আমি এখানেই জীবন দিব। আমি এখানে আসার পর থেকেই তারা আমাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। আমাকে হুমকি দিচ্ছে। আমি এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি।

গৃহবধূর শাশুড়ি দিলোয়ারা আক্তার ছেলে বিয়ে করেছে এমন কথা স্বীকার করে বলেন, আমার ছেলে তাকে বিয়ে করেছে জানতাম। এটাও জানি তাকে আমার ছেলে তালাক দিয়েছে। তাছাড়া আমার ছেলে বিদেশে চলে গেছে। তালাক দেওয়া বউ নিয়ে তো আমি সংসার করতে পারব না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী জানান, আমি শুনেছি একটি মেয়ে গৃহবধূর দাবি নিয়ে তাদের বাড়িতে অনশনে বসেছেন। কিন্তু এ নিয়ে দেখলাম ইউনিয়ন পরিষদে ছেলের স্বাক্ষরে তালাকনামার একটি নোটিশ পাঠিয়েছে। এর চেয়ে বেশি কিছু জানি না।

মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, দেলোয়ার আগে থেকেই সৌদি আরবে থাকত। সেখান থেকেই তার সঙ্গে মোবাইলের মাধ্যমে প্রেম হয়, পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে শুনেছি তাকে নাকি কোর্টের মাধ্যমে তালাক দিয়েছে। তবে বিষয়টি হলো পারিবারিক। পারিবারিকভাবেই মীমাংসা করতে হবে। তাছাড়া ঘটনাটি আমার এলাকায় ঘটেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

গৃহবধূর স্বীকৃতি মেলেনি, দেশ থেকে পলাতক স্বামী

আপডেট সময় ১১:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:  

নেত্রকোনার মদনে এক গৃহবধূর স্বীকৃতি মেলেনি শ্বশুরবাড়ি থেকে। মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারক স্বামী পাড়ি দিয়েছে সৌদি আরব। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে গৃহবধূ স্বামীর বাড়িতে মঙ্গলবার সকাল থেকে অনশন শুরু করেছেন।

উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামের হারেছ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন সৈকতের বাড়িতে অনশনে বসেন একই গ্রামের ওই গৃহবধূ। স্ত্রীর স্বীকৃতি ও ভরণ পোষণ না পেলে আত্মহত্যারও হুমকি দেন তিনি।

বুধবার রুদ্রশ্রী গ্রামের বাড়ি সরেজমিন গেলে গৃহবধূকে স্বামীর বাড়িতে অনশন অবস্থায় দেখা যায়।

জানা গেছে, তারা একে অপরকে ভালোবেসে ২০২০ সালের ২৮ নভেম্বর কোর্ট ম্যারেজ করেন। এতে ছেলের পরিবারের লোকজন প্রাথমিক অবস্থায় এ বিয়ে মেনে নেয়নি। পরে তারা দুজনে ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। দীর্ঘদিন সংসার করার পর ২০২১ সালের ৫ জুলাই ওই গৃহবধূকে ভাড়া বাসায় রেখে প্রতারণার আশ্রয় নিয়ে চট্রগ্রাম চলে গেছে বলে জানায়।

তার ফোন বন্ধ থাকায় সন্ধান চেয়ে ওই গৃহবধূ ১ আগস্ট ঢাকার ভাষানটেক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জানতে পারেন তার স্বামী সৌদি আরব চলে গেছেন। নিরুপায় হয়ে মঙ্গলবার স্বামী দেলোয়ারের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেন। অনশনে বসার পর ইউনিয়ন পরিষদের মাধ্যমে জানতে পারেন তার স্বামী তাকে গত ৬ জুলাই কোর্টের মাধ্যমে তালাকনামার একটি নোটিশ পাঠিয়েছেন।

গৃহবধূ বলেন, দেলোয়ার হোসেন সৈকত আমার স্বামী। আমরা বিয়ে করে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছিলাম। পরিবারের লোকজনের পরামর্শে আমার স্বামী আত্মগোপন করেছেন। আমার স্বামী আমাকে ছেড়ে বিদেশ যেতে পারে না। সে অবশ্যই দেশে আছে। শ্বশুর-শাশুড়ি আমাকে গ্রহণ না করলে আমি এখানেই জীবন দিব। আমি এখানে আসার পর থেকেই তারা আমাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। আমাকে হুমকি দিচ্ছে। আমি এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি।

গৃহবধূর শাশুড়ি দিলোয়ারা আক্তার ছেলে বিয়ে করেছে এমন কথা স্বীকার করে বলেন, আমার ছেলে তাকে বিয়ে করেছে জানতাম। এটাও জানি তাকে আমার ছেলে তালাক দিয়েছে। তাছাড়া আমার ছেলে বিদেশে চলে গেছে। তালাক দেওয়া বউ নিয়ে তো আমি সংসার করতে পারব না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী জানান, আমি শুনেছি একটি মেয়ে গৃহবধূর দাবি নিয়ে তাদের বাড়িতে অনশনে বসেছেন। কিন্তু এ নিয়ে দেখলাম ইউনিয়ন পরিষদে ছেলের স্বাক্ষরে তালাকনামার একটি নোটিশ পাঠিয়েছে। এর চেয়ে বেশি কিছু জানি না।

মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, দেলোয়ার আগে থেকেই সৌদি আরবে থাকত। সেখান থেকেই তার সঙ্গে মোবাইলের মাধ্যমে প্রেম হয়, পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে শুনেছি তাকে নাকি কোর্টের মাধ্যমে তালাক দিয়েছে। তবে বিষয়টি হলো পারিবারিক। পারিবারিকভাবেই মীমাংসা করতে হবে। তাছাড়া ঘটনাটি আমার এলাকায় ঘটেনি।