আকাশ জাতীয় ডেস্ক:
মাদারীপুরের কালকিনিতে গলায় রশি ও হাত-পা বাঁধা অবস্থায় নিজাম সরদার (৪০) নামে এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, নিজামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সোমবার সকালে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সর্দারবাড়ীর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে কালকিনি থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর মর্গে পাঠায়।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান সরদারের বড় ছেলে নিজাম সরদার পল্লী চিকিৎসক ছিলেন। সোমবার সকালে বাড়ির পাশে থাকা একটা বেল গাছের নিচে তার লাশ পাওয়া যায়। এ সময় তার হাত-পা বাঁধা এবং গলার সঙ্গে বেল গাছে রশি পেঁচানো ছিল। মাটিতে হাঁটু গেঁড়ে বসা অবস্থায় তাকে দেখতে পান মসজিদের ইমাম। পরে পরিবারের লোকজনকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে পুলিশকে জানায়।
নিহত নিজামের বাবা আব্দুর রহমান জানান, নিজাম সরদারের প্রথম স্ত্রী জোসনা বেগম পারিবারিক কলহের জেরে তিন মাস আগে বাড়ি থেকে চলে যান। স্ত্রী ফিরে না এলে দেড় মাস আগে পাখি আক্তার নামে একজনকে দ্বিতীয় বিয়ে করেন নিজাম।
রহমান জানান, নিজ গ্রামে পল্লীচিকিৎসা করে জীবিকা নির্বাহ করতেন নিজাম। তবে দীর্ঘ দিন যাবত ছোট ভাই হার্বাল চিকিৎক সোলায়মান সরদারের সঙ্গে পারিবারিক বিবাদ চলে আসছে। এর আগেও কয়েকবার নিজাম আত্মহত্যার চেষ্টা করেছেন।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক সুরাতহাল করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। আমাদের অনুসন্ধান চলছে। এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি বিবেচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
আকাশ নিউজ ডেস্ক 
























