আকাশ জাতীয় ডেস্ক :
কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নাসিরকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মেঘনা থানা পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে আসলে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভাওরখোলায় এক শিশু কন্যা (৮) এই ঘটনার শিকার হয়। অভিযুক্ত মো. নাসির ভাওরখোলা গ্রামের ভেরি বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে মেঘনা থানা পুলিশ অভিযুক্ত নাসিরকে আটক করে থানায় নিয়ে আসে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী শিশুর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠে।
মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ফেসবুকে এই ঘটনাটি লেখালেখির ভিত্তিতে অভিযুক্তকে ভোরবেলায় আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো ভিকটিমের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে নাসিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 























