আকাশ স্পোর্টস ডেস্ক:
৯ নম্বরে ব্যাট করতে নামা উইন্ডিজ পেসার কেমার রোচকে আউট করতে পারেননি পাকিস্তানের পেসাররা। তার মহামূল্য ৫০ বলে ৩০ রানের সুবাদে কিংস্টোন টেস্ট ১ উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
কিংস্টোন টেস্টে পাকিস্তানের এই হারে হতাশ হয়েছেন দেশটির সাবেক গতিতারকা শোয়েব আখতার। রাতের ঘুম নষ্ট করে ম্যাচ দেখেছিলেন শোয়েব। এমন হারে হতাশ হয়ে পাক স্পিডস্টার লেখেন— ‘চলো ঘুমিয়ে পড়ি।’
শোয়েবের মতে, বাজে ফিল্ডিং ও ক্যাচ মিস করায় ম্যাচ হেরেছে বাবর আজমের দল।
উল্লেখ্য, ৫২তম ওভারে শর্ট ফাইন লেগে ক্যারিবীয় ব্যাটসম্যান জশুয়া দা সিলভার ক্যাচটি ফেলে দেয় পাক ফিল্ডার। এর পর শাহীন আফ্রিদির বলে হুক করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন কেমার রোচ। সেটিও তালুবন্দি করতে পারেননি ফিল্ডার হাসান আলি।
শোয়েব আখতারের মতে, ওই দুটি ক্যাচ ফেলে দেওয়ায় হারের তেতো স্বাদ নিতে হয়েছে পাকিস্তানকে।
ম্যাচ শেষ হওয়ার আগেই পর পর দুটি টুইট করেন শোয়েব। তিনি লেখেন— ‘ক্যাচ ম্যাচ জেতায় এখন এ কথাটি বলার সুযোগ পেল পাকিস্তান দল।’
পরের টুইটে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস লেখেন, ‘এবং আমি কথাটির পুনরাবৃত্তি করছি— ক্যাচ ম্যাচ জেতায়। ওহ! ছেলেরা আবার এটা করে দেখাও।’
রাত জেগে দেখা ম্যাচে নিজের দেশ হেরে যাওয়ার পর শোয়েব টুইটে লেখেন, ‘চলো ঘুমিয়ে পড়ি।’
শোয়েব আখতারের এসব টুইটে মজার মজার কথা লিখে রিটুইট করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘পাকিস্তানের আজহার আলির থেকে ভালো ব্যাট করে কেমার রোচ।
শোয়েবকে খোঁচা দিয়ে জাভেদ খান নামে একজন লিখেছেন, ‘পাকিস্তানের ফাস্ট বোলাররা বরাবরই ভালো ফিল্ডার না। তাদের মধ্যে আপনিও একজন।
আরেকজন রিটুইট করেছেন, ‘আমার তো মনে হয়েছে শাহিন আফ্রিদি ছাড়া আর কেউ এ ম্যাচ জিততে চায়নি।
আকাশ নিউজ ডেস্ক 

























