আকাশ জাতীয় ডেস্ক:
চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকের পাশাপাশি বিকৃত যৌনাচার সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। অভিযানে থাকা র্যাবের একাধিক কর্মকর্তা ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, রাজের বাসায় একটি রুম পাওয়া যায়। যেখানে বিকৃত যৌনাচারে একাধিক নারী পুরুষ একসঙ্গে সমন্বিত যৌনাচারে ব্যবহার্য সরঞ্জামাদি সজ্জিত ছিল। এটি নজরুল ইসলাম রাজের ‘রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের’ একটি কক্ষ বা বিশেষ বিছানা। এই বাসাতে পর্নোগ্রাফি বানানো হতো বলেও জানানা গেছে।
বুধবার বিকাল সাড়ে চারটার কিছু সময় আগে চিত্র নায়িকা পরীমনির বাসায় অভিযান শুরু করে র্যাব। চার ঘণ্টার অভিযানে মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইচ উদ্ধার করা হয়। পরে রাজের বাড়িতে অভিযান শুরু করে র্যাব সদস্যরা। প্রায় দুই ঘণ্টার অভিযান এসব অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 























