ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

তৌকীরের সিনেমার পোস্টারের ডিজাইন বিপাশার

অাকাশ বিনোদন ডেস্ক:

তৌকীর আহমেদের নতুন সিনেমার পোস্টার ডিজাইন করেছেন তাঁর স্ত্রী বিপাশা হায়াত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এমনটাই জানালেন তৌকীর। ছবির নাম ‘হালদা’। এ বছর ডিসেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এরই মধ্যে মুক্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুরুতেই পোস্টার প্রকাশ করা হলো। তৌকীর আহমেদ আজ তাঁর ফেসবুক পেজে নতুন সিনেমার পোস্টার প্রকাশ করেছেন।

পরিচালক তৌকীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যে পোস্টারটি দেখছেন, তা দেশের বাইরের বিভিন্ন উৎসব মাথায় রেখে করা হয়েছে। মুক্তির আগে প্রেক্ষাগৃহের জন্য বাণিজ্যিক ধাঁচের একাধিক পোস্টার প্রকাশ করব।’

আজাদ বুলবুলের গল্প থেকে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ। বললেন, ‘হালদায় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী-তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা—সবকিছুই আমার ছবির বিষয়বস্তু।’

‘হালদা’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, তিশা, রুনা খান, শাহেদ আলী, দিলারা জামানসহ আরও অনেকে। তৌকীর আহমেদ বলেন, ‘এই সিনেমায় কয়েকজন জনপ্রিয় তারকা কাজ করছেন। আমি মনে করি, ভালো অভিনয়ের কোনো বিকল্প নেই। আমি সত্যিকারের অভিনয়শিল্পীদের ওপরই আস্থা রাখি। যাঁদের নিয়ে আমি কাজ করেছি, তাঁরা সবাই পরীক্ষিত। দর্শকও তাঁদের অভিনয় দেখে তৃপ্ত হবেন বলে আশা করি। আমি কৃতজ্ঞ, তাঁরা এই ছবির জন্য সময় দিয়েছেন এবং চরিত্রগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।’

‘হালদা’ তৌকীর আহমেদের পাঁচ নম্বর সিনেমা। এর আগে তিনি তৈরি করেছেন ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘অজ্ঞাতনামা’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৌকীরের সিনেমার পোস্টারের ডিজাইন বিপাশার

আপডেট সময় ১২:১৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

তৌকীর আহমেদের নতুন সিনেমার পোস্টার ডিজাইন করেছেন তাঁর স্ত্রী বিপাশা হায়াত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এমনটাই জানালেন তৌকীর। ছবির নাম ‘হালদা’। এ বছর ডিসেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এরই মধ্যে মুক্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুরুতেই পোস্টার প্রকাশ করা হলো। তৌকীর আহমেদ আজ তাঁর ফেসবুক পেজে নতুন সিনেমার পোস্টার প্রকাশ করেছেন।

পরিচালক তৌকীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যে পোস্টারটি দেখছেন, তা দেশের বাইরের বিভিন্ন উৎসব মাথায় রেখে করা হয়েছে। মুক্তির আগে প্রেক্ষাগৃহের জন্য বাণিজ্যিক ধাঁচের একাধিক পোস্টার প্রকাশ করব।’

আজাদ বুলবুলের গল্প থেকে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ। বললেন, ‘হালদায় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী-তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা—সবকিছুই আমার ছবির বিষয়বস্তু।’

‘হালদা’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, তিশা, রুনা খান, শাহেদ আলী, দিলারা জামানসহ আরও অনেকে। তৌকীর আহমেদ বলেন, ‘এই সিনেমায় কয়েকজন জনপ্রিয় তারকা কাজ করছেন। আমি মনে করি, ভালো অভিনয়ের কোনো বিকল্প নেই। আমি সত্যিকারের অভিনয়শিল্পীদের ওপরই আস্থা রাখি। যাঁদের নিয়ে আমি কাজ করেছি, তাঁরা সবাই পরীক্ষিত। দর্শকও তাঁদের অভিনয় দেখে তৃপ্ত হবেন বলে আশা করি। আমি কৃতজ্ঞ, তাঁরা এই ছবির জন্য সময় দিয়েছেন এবং চরিত্রগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।’

‘হালদা’ তৌকীর আহমেদের পাঁচ নম্বর সিনেমা। এর আগে তিনি তৈরি করেছেন ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘অজ্ঞাতনামা’।