অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইরানের প্রধান বিচারপতি আয়াতুল্লাহ আমোলি লারিজানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাকৃতিক বিচার বুদ্ধি সম্পন্ন নন এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন ও অযৌক্তিক।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় একটি বৈঠকে আমোলি এ মন্তব্য করেন। আমোলি বলেন, “আমেরিকা বিশ্বে বড় বড় অপরাধ সংঘঠিত করেছে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আমেরিকার হস্তক্ষেপ বিশেষ করে স্বৈরচারী এবং একতান্ত্রিক সরকারগুলোর প্রতি ওয়াশিংটনের একপেশে সমর্থনের বিষয়েও বিশ্ববাসী অবগত।
বিচারপতি লারিজানি বলেন, “গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব সফরে গিয়ে তলোয়ার নাচে অংশ নিয়েছেন। অন্যদিকে, ইরান এ অঞ্চলে সবচেয়ে বড় ইসলামিক গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও তারই বিরুদ্ধে স্বৈরচারী এবং এক নায়ক শাসন ব্যবস্থার অভিযোগ আনা হচ্ছে !”
ট্রাম্প জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তৃতায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া ২০১৫ সালের পরমাণবিক চুক্তিকে আমেরিকার জন্য বিব্রতকর বলে উল্লেখ করেন। তিনি একে আমেরিকার জন্য সবচেয়ে খারাপ চুক্তি বলেও মন্তব্য করেন।
আকাশ নিউজ ডেস্ক 





















