আকাশ নিউজ ডেস্ক:
করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। ইন্টারনেটের মাধ্যমে জুম অ্যাপসহ বিভিন্নভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। কিন্তু যেসব জায়গায় ইন্টারনেট নেই, স্মার্টফোন কিংবা ল্যাপটপ নিয়ে তারা এই মহামারিতে কিভাবে চালিয়ে যাবেন পড়াশোনা? পিছিয়ে পড়া এসব শিক্ষার্থীদের কথা চিন্তা করে স্কুলকেই শিক্ষার্থীদের দোরগোড়ায় নিয়ে আসার হয়েছে!
আর স্কুল পিঠে বয়ে বেড়াচ্ছে মরুভূমির জাহাজ উট। ভারতের রাজস্থানে উটেরা তাদের পিঠে করে পড়ার বই, খাতা, পেন-পেন্সিল, সবই নিয়ে চলেছে বাড়ি বাড়ি।
শিক্ষা সরঞ্জামের সাথে উটের পিঠে জায়গা পাচ্ছেন শিক্ষকরাও। উটের পিঠে পৌঁছে যাচ্ছেন শিক্ষার্থীদের বাড়ি বাড়ি। সেখানে গিয়ে শিক্ষার্থীদের বই, খাতা, কলম, পেন্সিল দেওয়ার পাশাপাশি উটের পিঠে বসেই পড়াও বুঝিয়ে দিচ্ছেন।
এদিকে বাড়ির দোরগোড়ায় শিক্ষা উপকরণ থেকে শুরু করে শিক্ষকদের পেয়ে ভীষণ খুশি শিক্ষার্থীরা। রাজস্থানের বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলোর এই নতুন ব্যবস্থা নজর কেড়েছে। অনেকেই এই উদ্যোগের প্রশংসা করছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























