ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানুষের অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ: ফখরুল

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্রকে আওয়ামী লীগ হনন করেছে। এছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই তারা মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। বুধবার দুপুর ১২টায় ঠাকুরগঁও জেলা বিএপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বিতরণ শেষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বরেন, ১০ বছর ধরে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। আওয়ামী লীগ সরকার কতগুলো মৌলিক সমস্যাগুলোর সমাধান দিতে পারেনি। চালের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। মানুষের মাঝে হা-হা কার উঠে গেছে। অথচ সরকারের মন্ত্রীরা জোর গলায় বলছেন, চালের কোন সংকট নেই। শুধু চালের দাম নয়, প্রতিটি পণ্যের দাম বাড়িয়েছে এই সরকার।

তিনি আরো বলেন, প্রথম দিকে অনেক কথায় বলেছেন আওয়ামী লীগ এসব আমরা করতে দিব না। ফেরত পাঠিয়েছেন প্রায় ২ হাজার মানুষকে এবং বলেছেন এরা সন্ত্রাসী অস্ত্রসস্ত্র নিয়ে এসেছে কিনা সেগুলো দেখতে হবে। যখন সমগ্র বিশ্ব এই রোহিঙ্গাদের পক্ষে কথা বলছে মিয়ানমারের সরকারকে ধিক্কার দিচ্ছে সেই সময় আওয়ামী লীগ রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন, কথা বলছেন।

এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ-সভাপতি মুন্সি বুজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, এজিএম শামসুল হক, তাহরেুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন, আব্দুল্লাহ বাকী, মনিরুল আলম রাহিমী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু, আক্তার হোসেন, কেন্দ্রীয় বিএনপি নেতা জসিম উদ্দিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষের অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ: ফখরুল

আপডেট সময় ০৫:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্রকে আওয়ামী লীগ হনন করেছে। এছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই তারা মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। বুধবার দুপুর ১২টায় ঠাকুরগঁও জেলা বিএপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বিতরণ শেষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বরেন, ১০ বছর ধরে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। আওয়ামী লীগ সরকার কতগুলো মৌলিক সমস্যাগুলোর সমাধান দিতে পারেনি। চালের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। মানুষের মাঝে হা-হা কার উঠে গেছে। অথচ সরকারের মন্ত্রীরা জোর গলায় বলছেন, চালের কোন সংকট নেই। শুধু চালের দাম নয়, প্রতিটি পণ্যের দাম বাড়িয়েছে এই সরকার।

তিনি আরো বলেন, প্রথম দিকে অনেক কথায় বলেছেন আওয়ামী লীগ এসব আমরা করতে দিব না। ফেরত পাঠিয়েছেন প্রায় ২ হাজার মানুষকে এবং বলেছেন এরা সন্ত্রাসী অস্ত্রসস্ত্র নিয়ে এসেছে কিনা সেগুলো দেখতে হবে। যখন সমগ্র বিশ্ব এই রোহিঙ্গাদের পক্ষে কথা বলছে মিয়ানমারের সরকারকে ধিক্কার দিচ্ছে সেই সময় আওয়ামী লীগ রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন, কথা বলছেন।

এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ-সভাপতি মুন্সি বুজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, এজিএম শামসুল হক, তাহরেুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন, আব্দুল্লাহ বাকী, মনিরুল আলম রাহিমী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু, আক্তার হোসেন, কেন্দ্রীয় বিএনপি নেতা জসিম উদ্দিন প্রমুখ।