আকাশ বিনোদন ডেস্ক :
অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানের সম্পর্ক এবং তার মা হতে যাওয়ার খবর নিয়ে টলিউডে এখন উত্তেজনা তুঙ্গে। অভিনয়ের বাইরে দুই তারকা রাজনীতির সঙ্গেও জড়িত। নুসরাত জাহান তৃণমূল কংগ্রেসের বশিরহাট কেন্দ্রের সংসদ সদস্য আর যশ দাশগুপ্ত চলতি বছরে বিজেপির পক্ষে বিধানসভা নির্বাচনে ভোটে দাড়ান। যদিও হেরে গেছেন।
এবার দুই তারকার দুই রাজনৈতিক দলের সঙ্গে মিলিয়ে নুসরাত জাহানের অনাগত সন্তানের নাম ঠিক করে ফেললেন সোশ্যাল মিডিয়ার ভক্তরা। অর্থাৎ, যশ দাশগুপ্তের দল বিজেপির থেকে ‘বিজে’ এবং নুসরাত জাহানের দল তৃণমূল থেকে ‘মূল’ শব্দটি নিয়ে সন্তানের নাম দেয়া হলো ‘বিজেমূল’। এই নিয়ে এখন হইচই চলছে সোশ্যাল মিডিয়ায়।
বেশ কয়েক মাস ধরে জনপ্রিয় এক গর্ভনিরোধক ওষুধ সংস্থার হয়ে প্রচার করছেন নুসরাত জাহান। অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পরও এই বিজ্ঞাপন নিয়ে ততটা মাথা ঘামাননি নেটাগরিকরা। কিন্তু নিখিল জৈনের সমস্ত বক্তব্যের বিরোধিতা করে বিবৃতি জারি করার পর থেকে নুসরাতকে দল বেঁধে আক্রমণ করতে শুরু করেন নেটভুবনের বাসিন্দারা। নিখিলের সঙ্গে তার সম্পর্ককে ‘সহবাস’ নাম দেয়ার পর থেকেই ক্ষুব্ধ জনতা।
এমনকি তারকারাও ট্রোল করতে ছাড়েননি নুসরাতকে। নুসরাত-নিখিলের ‘বিয়ে-সহবাস’ বিতর্ককে নিয়ে ঠাট্টা করেছেন অভিনেতা ও সঞ্চালক মীর আফসার আলিও।
এমনই সময়ে সম্প্রতি সেই গর্ভনিরোধক বিজ্ঞাপনের একটি ছবি পোস্ট করেছেন নুসরাত। যেখানে দেখা যাচ্ছে, তিনি একটি গর্ভনিরোধক ওষুধের প্রচার করছেন। বিজ্ঞাপনের ট্যাগলাইন, ‘তোমার লড়াই আমাদের শক্তি’। সমাজে নারীদের লড়াইয়ের একাধিক গল্প তুলে ধরে এই সংস্থা। কিন্তু নুসরাতকে সেই বিজ্ঞাপনের প্রচারে দেখে মেনে নিতে পারলেন না নেটাগরিকরা। কুৎসিত ভাষায় আক্রমণ শুরু হল সেই পোস্টের তলায়।
কারও হুমকি, ‘এমন মেয়েদের দেশ থেকে বের করে দেয়া উচিত’। কেউ আবার ধরেই নিয়েছেন, অভিনেতা যশ দাশগুপ্তের সন্তানই ধারণ করছেন নুসরাত। তারই ধারাবাহিকতায় আক্রমণ ও ঠাট্টার ছলে অনাগত সন্তানের নামকরণও হয়ে গেল সেখানে। তৃণমূল সাংসদ নুসরাত এবং বিজেপি সদস্য যশের সন্তানের নাম দেয়া হল ‘বিজেমূল’।
কেউ কেউ গর্ভনিরোধক ওষুধের প্রসঙ্গ টেনে বললেন, ‘আপনি এটা ব্যবহার করলে আজ এই দিন আসত না’। অনেকে আবার পিতৃপরিচয় জানার জন্য প্রশ্নের পর প্রশ্ন ছুড়েছেন অভিনেত্রীর দিকে। এক নেটাগরিক লিখলেন, ‘আপনার কি সত্যি লজ্জা নেই? একজন সরল ছেলেকে ফাঁসালেন। পরে তার সঙ্গে বিয়ের নাটক করলেন, ওর পয়সা হাতালেন। এখন বলছেন, আপনাদের নাকি বিয়েই হয়নি! সত্যি নুসরাত, আপনাকে খুব সমর্থন করতাম, কিন্তু এটার পরে আপনাকে কিছুই বলার নেই।’
কারও প্রশ্ন, ‘লিভ-ইন-এ থেকে গর্ভবতী হলেন কী ভাবে?’ কেউ আবার নুসরাতকে মুসলিম বিবাহ-বিচ্ছেদের পুরনো রীতি মনে করিয়ে দিয়ে বললেন, ‘আপনি তো মুসলিম। আপনার স্বামী আপনাকে তিন বার তালাক না বললে বিচ্ছেদ হবে না।’ এক নেটগেরিক তাকে সরাসরি ‘লাভ জিহাদ’-এর দায় চাপিয়ে বললেন, ‘সফল লাভ জিহাদের জন্য শুভেচ্ছা।’
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়েও কাঁটাছেড়া করা হল মন্তব্য বাক্সে। নুসরাতকে ‘শ্রাবন্তীর দ্বিতীয় ভার্সন’ বা ‘শ্রাবন্তীও ফেল করে গেলেন’ বলে কটাক্ষ করলেন একাধিক নেটাগরিক।
আকাশ নিউজ ডেস্ক 























