অাকাশ জাতীয় ডেস্ক:
প্রকৃতি ও অবস্থানগত কারণে প্রতিবছরই আমাদের দেশে হানা দেয় কোন না কোন প্রাকৃতিক দুর্যোগ। এবারো তার ব্যতিক্রম হয়নি। দেশের অনেক জেলাতে বন্যা হয়েছে। রাজশাহী জেলাও বাদ পড়েনি।
উজান থেকে নেমে আসা পানির ঢল এবং অতিরিক্ত বৃষ্টিপাতে রাজশাহীর বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দেয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৪৮৬ জন কৃষককে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত এই কৃষকরা পাবেন বিভিন্ন ফসলের বীজ ও সার।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, সরকার সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত রাজশাহীর ৯ উপজেলার ১৭ হাজার ৪৮৬ জন কৃষককে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। মাথা পিছু এক বিঘা জমিতে আবাদ করার জন্য এই কৃষকরা পাবেন বিভিন্ন বীজ ও সার।
এরমধ্যে সাড়ে চার হাজার কৃষক পাবেন গমবীজ, দুই হাজার ৪শ কৃষক পাবেন ভুট্টা বীজ, সাড়ে সাত হাজার কৃষক পাবেন সরিষা বীজ, দুই হাজার কৃষক পাবেন মূগ ডালের বীজ, এক হাজার ৫০ জন কৃষক পাবেন তিলবীজ এবং ৩৬ জন কৃষক পাবেন বিটি বেগুনের বীজ। এই কৃষকদের এক বিঘা জমিতে আবাদ করার জন্য বীজের সঙ্গে সারও বিনামূল্যে দেয়া হবে। যাতে তারা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।
জানা গেছে, বন্যায় সারা দেশের ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্য থেকে পাঁচ লাখ ৪১ হাজার ২০১ জন কৃষককে পুনর্বাসন করতে সার ও বিভিন্ন ফসলের বীজ দেয়া হবে। যার মূল্য প্রায় ৫৮ কোটি, ৭৭ লাখ, ১৯ হাজার ৩১৫ কোটি টাকা। এই সার-বীজ দিয়ে প্রতি কৃষক এক বিঘা করে জমিতে চাষাবাদ করতে পারবেন।
এ বিষয়ে জেলা সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দেব দুলাল ঢালী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার (এমওপি, ডিওপি) ও বীজ বিতরণ করা হবে। কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যেই সরকার এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























