টাইগারদের ব্যর্থতায় ডমিঙ্গোকে ‘বলির পাঁঠা’ বানানো উচিৎ নয় : সুজন

0
35

আকাশ স্পোর্টস ডেস্ক:  

টাইগারদের ধারাবাহিক ব্যর্থতায় প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে দোষারোপ করছেন কেউ কেউ। ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্টে হোয়াইটওয়াশের পর নিউজিল্যান্ড সফরে গিয়ে একেবারে নাস্তানাবুদ বাংলাদেশ দল। পাড়ার ক্রিকেটারদের মতো কিউইদের হাতে বেদম পিটুনি খেয়েছে টাইগাররা।

ক্রমাগত এই ব্যর্থতায় ডমিঙ্গোকে নিয়ে হতাশ খোদ বিসিবিপ্রধানও। তিনি ডোমিঙ্গোর চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন। তবে খালেদ মাহমুদ সুজনের মুখে শোনা গেল অন্য কথা। সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সুজন রাসেল ডমিঙ্গো দোষ না দিয়ে ভাগ্য খারাপের কথা বলেন।

তার মতে, ডমিঙ্গোর দোষ নেই। তিনি নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। ডমিঙ্গোকে বলির পাঠা বানানো উচিৎ নয়। কোনো ভালো কিংবা খারাপ ফলাফলের জন্য কোচকে দায় দেওয়া যায় না। কারণ দিনশেষে ক্রিকেটাররাই মাঠে খেলে। রাসেল ডমিঙ্গো একটি বড় দলেরও কোচ ছিলেন। চেষ্টায় কোনো কমতি ছিল না তার, কিন্তু ভাগ্যটা পক্ষে যায়নি।