আকাশ বিনোদন ডেস্ক :
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উিইনস্টন চার্চিলের আঁকা দুর্লভ ছবিটি বিক্রি করে দিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। নিলামে এই চিত্রকর্মটির দাম উঠেছে ৮২ কোটি টাকা (৭ মিলিয়ন পাউন্ড)।
১৯৪৩ সালের জানুয়ারিতে মরোক্কোতে ক্যাসাব্লাঙ্কা কনফারেন্সে যোগ দিয়েছিলেন চার্চিল। তখন উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। নাৎসি জার্মান বাহিনীকে পরাস্ত করার পরবর্তী রণকৌশল নির্ধারণ করেন তারা। এমন সময়ে ‘টাওয়ার অব দ্য কুতুবিয়া মস্ক’ নামে একটি ছবি এঁকেছিলেন চার্চিল। এটি চার্চিলের আঁকা সবচেয়ে বিখ্যাত চিত্রগুলোর অন্যতম। ছবিটি রুজভেল্টকে উপহার দিয়েছিলেন চার্চিল।
উইনস্টন চার্চিলের আঁকা বিখ্যাত ছবি ‘টাওয়ার অব দ্য কুতুবিয়া মস্ক’
২০১১ সালে ব্র্যাড পিট এই দুর্লভ চিত্রকর্মটি জোলিকে উপহার দিয়েছিলেন। তখন থেকে এটি জোলির শিল্পকর্মের সংগ্রহে ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ছবিটি কিনে নিয়েছেন নিলামে।
আকাশ নিউজ ডেস্ক 






















