অাকাশ স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টার সিটির মাঠে বিধ্বস্ত হওয়ার পর এবার ঘরের মাঠেও বিধ্বস্ত হলো লিভারপুল। শনিবার রাতে অ্যানফিল্ডে বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জার্গেন ক্লপের শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচে ড্র’তে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান ৮ নম্বরে। অপরদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে সাত-এ অবস্থান বার্নলির।
স্কট আরফিল্ডের গোলে বার্নলিই এগিয়ে যায় শুরুতে। ২৭ মিনিটে তিন বার্নলিকে এগিয়ে নেন| তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্নলি। মাত্র তিন মিনিটের ব্যবধানে লিভারপুলকে সমতায় ফেরান দলিটির মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
তবে এই সমতা ভেঙে আর জয়ের মুখ দেখতে পারেনি অল রেডসরা। তাই টানা তিন ম্যাচে জয়বঞ্চিত থাকল লিভারপুল।
আকাশ নিউজ ডেস্ক 

























