ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিনের শিশু চুরি

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে মাহিম নামে ২৩ দিন বয়সের ছেলে শিশু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ চুরির ঘটনা ঘটার পর হাসপাতালে ভর্তি অন্যান্য শিশুর অভিভাবক ও স্বজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

চুরি যাওয়া শিশুটি জেলার উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের ভাদালিয়াকান্দি গ্রামের মো. চয়ন ও মঞ্জুয়ারা খাতুনের সন্তান। সন্তান হারিয়ে শিশুটির মা এখন পাগলপ্রায়। তার আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে।

হারিয়ে যাওয়া শিশুটির মা মঞ্জুয়ারা খাতুন জানান, শিশুটি জন্ম নেয়ার পর ঠাণ্ডাসহ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। এ কারণে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সন্তানকে হাসপাতালের শিশু ওয়ার্ডের স্ক্যানুতে রেখে পাশেই কাপড় ধোয়ার জন্য চলে যান তিনি। ফিরে এসে তার রেখে যাওয়া স্থানে সন্তানকে দেখতে না পেয়ে চিৎকার ও আহাজারি শুরু করেন। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তার ছেলে চুরি হওয়ার আগে একজন অপরিচিত নারীকে আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছেন তিনি। তার ধারনা ওই নারী এ ঘটনা ঘটাতে পারে।

হাসপাতালে ভর্তি হওয়া অপর এক শিশুর মা সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের শারমিন খাতুন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমন ঘটনা ঘটেছে।

আরেক শিশুর পিতা সদর উপজেলার বাগবাটি গ্রামের আজম সেখ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারী না থাকায় এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। সন্তানকে নিয়ে আমরাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের কঠোর নজরদারী প্রয়োজন বলে তিনি মনে করেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আরএমও ফরিদুল ইসলাম এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনে পুলিশকে অবগত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, চুরি হওয়া শিশুটিকে উদ্ধারে জোর চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিনের শিশু চুরি

আপডেট সময় ০৯:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে মাহিম নামে ২৩ দিন বয়সের ছেলে শিশু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ চুরির ঘটনা ঘটার পর হাসপাতালে ভর্তি অন্যান্য শিশুর অভিভাবক ও স্বজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

চুরি যাওয়া শিশুটি জেলার উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের ভাদালিয়াকান্দি গ্রামের মো. চয়ন ও মঞ্জুয়ারা খাতুনের সন্তান। সন্তান হারিয়ে শিশুটির মা এখন পাগলপ্রায়। তার আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে।

হারিয়ে যাওয়া শিশুটির মা মঞ্জুয়ারা খাতুন জানান, শিশুটি জন্ম নেয়ার পর ঠাণ্ডাসহ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। এ কারণে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সন্তানকে হাসপাতালের শিশু ওয়ার্ডের স্ক্যানুতে রেখে পাশেই কাপড় ধোয়ার জন্য চলে যান তিনি। ফিরে এসে তার রেখে যাওয়া স্থানে সন্তানকে দেখতে না পেয়ে চিৎকার ও আহাজারি শুরু করেন। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তার ছেলে চুরি হওয়ার আগে একজন অপরিচিত নারীকে আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছেন তিনি। তার ধারনা ওই নারী এ ঘটনা ঘটাতে পারে।

হাসপাতালে ভর্তি হওয়া অপর এক শিশুর মা সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের শারমিন খাতুন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমন ঘটনা ঘটেছে।

আরেক শিশুর পিতা সদর উপজেলার বাগবাটি গ্রামের আজম সেখ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারী না থাকায় এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। সন্তানকে নিয়ে আমরাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের কঠোর নজরদারী প্রয়োজন বলে তিনি মনে করেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আরএমও ফরিদুল ইসলাম এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনে পুলিশকে অবগত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, চুরি হওয়া শিশুটিকে উদ্ধারে জোর চেষ্টা চলছে।