ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

জুয়া খেলতে বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

জুয়া খেলতে বাধা দেওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীকে আয়েশা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার স্বামীর মোস্তাফার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া পূর্বপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সন্ধ্যায় নিহত গৃহবধূর আয়েশার চাচা আফসার আলী বাদী হয়ে স্বামী মোস্তাফাকে একমাত্র আসামি করে থানায় মামলাটি দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তাফা পলাতক রয়েছেন।

নিহত আয়শার বোন আমেনা খাতুন অভিযোগ করে জানান, জুয়া খেলাসহ বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকতেন বোন জামাই মোস্তফা। এনিয়ে উভয়ের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সোমবার বিকেলে মোস্তফাকে জুয়া খেলতে বাধা দেওয়ার কারণে তার বোন আয়েশাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ বাড়ির পেছনেই একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান পাষণ্ড মোস্তফা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, গাছের সঙ্গে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান বলেন, গৃহবধূ আয়শাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর পরই তদন্ত শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে জনপ্রিয় সংগীতশিল্পী নিহত

জুয়া খেলতে বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আপডেট সময় ০৯:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:  

জুয়া খেলতে বাধা দেওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীকে আয়েশা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার স্বামীর মোস্তাফার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া পূর্বপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সন্ধ্যায় নিহত গৃহবধূর আয়েশার চাচা আফসার আলী বাদী হয়ে স্বামী মোস্তাফাকে একমাত্র আসামি করে থানায় মামলাটি দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তাফা পলাতক রয়েছেন।

নিহত আয়শার বোন আমেনা খাতুন অভিযোগ করে জানান, জুয়া খেলাসহ বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকতেন বোন জামাই মোস্তফা। এনিয়ে উভয়ের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সোমবার বিকেলে মোস্তফাকে জুয়া খেলতে বাধা দেওয়ার কারণে তার বোন আয়েশাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ বাড়ির পেছনেই একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান পাষণ্ড মোস্তফা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, গাছের সঙ্গে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান বলেন, গৃহবধূ আয়শাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর পরই তদন্ত শুরু হয়েছে।